1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই সংবাদকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

৯ জুলাই ২০১৮

রয়টার্সের দুই সংবাদকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে মিয়ানমারের আদালত৷ ছয় মাসের বিচার-পূর্ব শুনানির পর আদালত এই নির্দেশ দিলো৷

https://p.dw.com/p/315Zb
Myanmar Zwei Reuters-Journalisten wegen Geheimnisverrats angeklagt
ছবি: Reuters/A. Wang

ওয়া লোন এবং কিয়াও সোয়ে উ-কে গত বছরের ডিসেম্বরে ইয়াঙ্গুন থেকে আটক করা হয়৷ মিয়ানমারের রাখাইন রাজ্যে ১০ রোহিঙ্গা নাগরিককে হত্যার বিষয়ে তথ্য সংগ্রহ করছিলেন তাঁরা৷

তবে তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে৷

আটকের পর থেকেই তাঁদের মুক্তি দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলো৷  কিন্তু এরই মধ্যে এলো মিয়ানমার আদালতের এমন সিদ্ধান্ত৷

তীব্র প্রতিক্রিয়া

অভিযোগ গঠনের সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ সংস্থার প্রেসিডেন্ট ও প্রধান সম্পাদক স্টিফেন অ্যাডলার দুই সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভিত্তিহীন' বলে দাবি করেছেন৷

এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘‘এই সাংবাদিকেরা সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে তাঁদের দায়িত্ব পালন করছিলেন৷  তাঁদের দ্রুত মুক্তি দিয়ে পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের মধ্যে ফিরতে দেয়া হবে বলে আশা করছি৷''

ইয়াঙ্গুনের মার্কিন দূতাবাস আদালতের সিদ্ধান্তে ‘গভীর উদ্বেগের' কথা জানিয়েছে৷

ইউরোপীয় ইউনিয়ন অবিলম্বে সব অভিযোগ প্রত্যাহার করে সাংবাদিকদের মুক্তির আহ্বান জানিয়েছে৷

মিয়ানমারে জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রতিনিধি ইয়াংগে লি টুইটে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই দিনটিকে মিয়ানমারের গণমাধ্যমের স্বাধীনতার জন্য একটি ‘কালো দিন' বলে উল্লেখ করেছে৷

এডিকে/এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য