1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারে বিক্ষোভে গুলি, নিহত অন্তত ১০০ 

২৭ মার্চ ২০২১

মিয়ানমারে  সামরিক শাসনবিরোধী বিক্ষোভে নিরপত্তাবাহিনীর গুলিতে অন্তত ১০০ জন নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/3rHTE
Myanmar Mandalay | nach Militärputsch | Protest, Verletzter
ছবি: Anadolu Agency/picture alliance

গত ১ ফেব্রুয়ারি দেশটিতে সেনাঅভ্যুত্থানের পর এটিই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো৷

শনিবার দেশটির সশস্ত্রবাহিনী দিবসে রাজধানী নেপিডো, বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, পূর্বাঞ্চলীয় শহর লাসিওসহ আরো কয়েকটি শহরে বিক্ষোভকারীরা সামরিক শাসনের প্রতিবাদে রাস্তায় নেমে আসে৷ বিক্ষোভ দমনে নিরাপত্তারক্ষীরা গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে৷

নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সি এক শিশু এবং স্থানীয় একটি অনুর্ধ্ব ২১ ফুটবল ক্লাবের সদস্য রয়েছেন বলে জানা গেছে৷

নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়৷ দেশটিতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র এক টুইট বার্তায় বলেন ‘‘নিরস্ত্র মানুষ ও শিশু হত্যার এ বিষয়টি কোনভাবেই সমর্থনযোগ্য নয়৷'' মিয়ানমারের নিরাপত্তাবাহিনী নিরস্ত্র মানুষকে হত্যা করছে এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও৷

উল্লেখ্য গত কয়েক সপ্তাহ ধরে চলা সামরিক শাসনবিরোধী বিক্ষোভে অন্তত ৩৮২ জন নিহত হয়েছেন৷ তবে শনিবারই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটলো৷

আরআর/এডিকে (এপি)