1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমান ছিনতাইকারী গ্রেপ্তার

২৯ মার্চ ২০১৬

মিশরীয় বিমানের ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সাইপ্রাস৷ মঙ্গলবার সকালে মিশরের আলেকজান্দ্রা থেকে কায়রো যাওয়ার পথে বিমানটিকে ঘুরিয়ে সাইপ্রাসে নিয়ে যাওয়া হয়েছিল৷

https://p.dw.com/p/1IL8e
ছিনতাই হওয়া মিশরের বিমান
ছবি: Reuters/Y. Kourtoglou

সাইপ্রাস সরকারের মুখপাত্র নিকোস ক্রিস্টোডুলিডস টুইটারে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন৷

বিমান থেকে বের হয়ে ছিনতাইকারী পুলিশের সামনে গিয়ে দুই হাত উঁচু করেন বলে জানান বার্তা সংস্থা এএফপি-র এক প্রতিবেদক৷

বিমানের সব আরোহী নিরাপদে আছেন বলে জানিয়েছেন মিশরের সিভিল অ্যাভিয়েশন মন্ত্রী শেরিফ ফাথি৷ এদিকে, বিমান ছিনতাইয়ের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন মিশরের প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল৷ কর্তৃপক্ষ সেটি জানার চেষ্টা করবে বলে সাংবাদিকদের জানান তিনি৷ ‘‘একসময় সে (ছিনতাইকারী) ইউরোপীয় ইউনিয়নের একজন প্রতিনিধির সঙ্গে কথা বলতে চেয়েছে৷ আবার আরেকসময় অন্য বিমানবন্দরে যেতে চেয়েছে৷ তবে নির্দিষ্ট করে সে কিছু বলেনি’’, বলেন প্রধানমন্ত্রী ইসমাইল৷

ছিনতাইকারীর নাম সাইফেদ্দিন মুস্তফা বলে জানিয়েছে মিশরের কর্তৃপক্ষ৷ সে মিশরের নাগরিক৷

সাইপ্রাসের স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে ছিনতাইকারী কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে ফ্লাইটটি নামানোর অনুমতি চায়৷ এরপর আটটা ৫০ মিনিটে বিমানটি অবতরণ করে৷

পরবর্তীতে আলোচনার ভিত্তিতে চার বিদেশি ও কেবিন ক্রু ছাড়া বাকিদের চলে যেতে দিয়েছিল ছিনতাইকারী৷

EgyptAir plane hijacked

৮১ জন যাত্রী নিয়ে এমএস১৮১ ফ্লাইটটি মিশরের ভূমধ্যসাগরের উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রো যাচ্ছিল৷

মানচিত্রে মিশর

জেডএইচ/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান