1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন প্রেসিডেন্ট

২৪ জুন ২০১২

মিশরের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মোরসি৷ নির্বাচন কমিশন রবিবার ১৬-১৭ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হিসেবে মুসলিম ব্রাদারহুডের এই প্রার্থীর নাম ঘোষণা করে৷ মোরসি মোট ৫১.৭৩ শতাংশ ভোট পেয়েছেন৷

https://p.dw.com/p/15KdV
ছবি: dapd

শুরুতে বৃহস্পতিবার নির্বাচনের ফল ঘোষণা করার কথা থাকলেও পরে সেটা স্থগিত করা হয়৷ এর কারণ হিসেবে নির্বাচন কমিশন বলেছিল, নির্বাচন নিয়ে তাদের কাছে প্রায় চারশোর মতো অভিযোগ এসেছে৷ সেগুলো যাচাই করে দেখার জন্য সময় প্রয়োজন৷

নতুন প্রেসিডেন্ট মোরসি অ্যামেরিকা থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন৷ পরে সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন৷ মার্কিন মহাকাশ সংস্থা নাসা'তেও কাজ করেছেন তিনি৷ মোরসির দুই ছেলে অ্যামেরিকার নাগরিক৷

মাত্র বছর দেড়েক আগেও তখনকার প্রেসিডেন্ট হোসনি মোবারকের সরকার মোরসিকে কারাদণ্ড দিয়েছিল৷ নির্বাচনে মোরসির প্রতিদ্বন্দ্বি আহমেদ শফিক ছিলেন মুবারক সরকারের শেষ প্রধানমন্ত্রী৷

Ägypten Jubel Verkündung Wahlergebnis Tahrir Platz TV
ফলাফল শোনার অপেক্ষায় হাজারো জনতাছবি: :Egypt State TV/AP/dapd

এদিকে ফল ঘোষণার পর সহিংসতার আশঙ্কায় রাজধানী কায়রো সহ পুরো দেশেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে৷ কায়রোতে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে৷ এছাড়া আকাশে সামরিক হেলিকপ্টার উড়তে দেখা গেছে৷

ফল ঘোষণার পর তাহরির চত্বরে জমায়েত হওয়া মোরসি তথা মুসলিম ব্রাদারহুডের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন৷ অনেক সমর্থক গত কয়েকদিন ধরেই সেখানে অবস্থান করছেন৷

তবে প্রশ্ন অন্যখানে৷ মুবারকের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় সামরিক পরিষদ৷ গত কদিন ধরে তারা প্রেসিডেন্টের অনেক ক্ষমতা কেটে নেয়৷ তাই নতুন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোরসি দেশ পরিচালনায় ঠিক কতটা ভূমিকা রাখতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে৷

আইন অনুযায়ী, দেশ পরিচালনায় সামরিক পরিষদ এখন অনেক বড় ভূমিকা রাখবে৷ এছাড়া বিচার বিভাগ একটি ডিক্রি জারির মাধ্যমে সেনাবাহিনীর হাতে কাউকে গ্রেপ্তার করার ক্ষমতাও দেয়া হয়েছে৷

এসব কারণে নতুন প্রেসিডেন্ট মোরসি পুরো মেয়াদে তাঁর দায়িত্ব পালন করতে পারবেন কীনা তা নিয়েও অনেক বিশ্লেষক আশঙ্কা প্রকাশ করেছেন৷

জেডএইচ / আরআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য