1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউনিখে ছুরির আঘাতে নিহত ১

১০ মে ২০১৬

জার্মানির মিউনিখ শহরের রেল স্টেশনে এক ব্যক্তি ছুরি নিয়ে ট্রেন যাত্রী ও পথচারীদের ওপর হামলা চালায়৷এতে ১ জন নিহত,৩ জন আহত হয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ পুলিশকে জানান, হামলার আগে হামলাকারী ‘আল্লাহু আকবর' বলে চিৎকার করে৷

https://p.dw.com/p/1IkxA
মিউনিখ শহরের সেই রেল স্টেশনটি
ছবি: picture-alliance/dpa/A. Gebert

Stabbing near Munich

মঙ্গলবার স্থানীয় সময় ভোর পৌনে পাঁচটার দিকে মিউনিখের গ্রাফিং এস-বান স্টেশনে ঘটনাটি ঘটে৷ স্টেশনে তখন বেশি লোক ছিল না৷ একটি লোকাল ট্রেনের ভেতরে প্রথম হামলাটি চালানো হয়৷ সেখানে একজনকে আহত করে হামলাকারী ছুটে বেরিয়ে পড়ে৷ প্ল্যাটফর্মে দাঁড়ানো একজনকে ছুরিকাঘাত করার পর দৌড়ে চলে যায় স্টেশনের বাইরে৷ সেখানে ছুরির আঘাতে আহত হয় দু'জন৷ আহতদের একজনকে বাঁচানো যায়নি৷

বাভারিয়া অঞ্চলের পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে হামলাকারির বয়স ২৭৷ তবে সে বাভারিয়া অঞ্চলের অধিবাসী নয়৷ ভোর রাতে ওই ব্যক্তি কেন নিরীহ মানুষদের ওপর হামলা চালালো তার কোনো কারণ এখনো জানা যায়নি৷ প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ পুলিশকে বলেছেন, হামলাকারী হামলার সময় ‘আল্লাহু আকবর' বলে চিৎকার করেছে৷ তাদের দাবি ঠিক কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ৷

স্টেশনের বাইরে দুই সাইকেল আরোহীর ওপর হামলা চালা্নোর পরই হামলাকারীকে আটক করে পুলিশ৷ আটকের সময় তার হাতে ৩ দশমিক ৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ছুরি ছিল৷ পুলিশ সেটিও জব্দ করেছে৷

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান