1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালয়েশিয়ায় হালাল বিয়ার বনাম হারাম বিয়ার

৩০ মে ২০১১

মালয়েশিয়ায় হালাল বিয়ার নামে এতদিন যে বিয়ার বিক্রি হয়ে আসছিল, সম্প্রতি তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ জানানো হয়েছে, এই বিয়ারে অ্যালকোহলের মাত্রা বেশি হওয়ায় - তা কোন অবস্থাতেই মুসলমানদের জন্য হালাল হতে পারে না৷

https://p.dw.com/p/11Qio
স্বাভাবিক বিয়ারছবি: AP

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী জামিল খির বাহারোম আজ সকালে জানিয়েছেন, যে বিয়ার এতদিন বিক্রি হয়ে আসছিল, তাতে ০.০১ মাত্রার অ্যালকোহল আছে বলে বলা হয়েছিল৷ অথচ বাস্তব সত্য হল, ঐ বিয়ারে ০.৫ শতাংশ অ্যালকোহল রয়েছে৷ এটা মুসলমানদের জন্য পুরোপুরি হারাম৷

তিনি আরো জানান, গবেষণাগারে এই বিয়ার নিয়ে পরীক্ষা চালানো হয়েছে এবং সেই পরীক্ষাতেই এই ফলাফল বেরিয়ে এসেছে৷ তাই মালয়েশিয়ার ইসলামিক উন্নয়ন দপ্তর এবং ইসলামিক অ্যাফেয়ার্স কাউন্সিল এই বিয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছে ইতিমধ্যেই৷

মালয়েশিয়ার জনসংখ্যা দুই কোটি আশি লক্ষ৷ যার মধ্যে প্রায় ৬০ শতাংশ মুসলমান৷ আর বাকি ধর্মের মধ্যে রয়েছে বৌদ্ধ, খ্রিষ্টান এবং হিন্দু ধর্মাবলম্বীরা৷

Halal Bier NO FLASH
এই সেই হালাল বিয়ারছবি: picture alliance/dpa

রবিবার মালয়েশিয়ার একটি পত্রিকা জানায়, এই হালাল বিয়ার মুসলমানদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল৷ এবং এর বিক্রিও বৃদ্ধি পাচ্ছিল ক্রমশ৷ জোহর ইসলামিক অ্যাফেয়ার্স দপ্তর, সংক্ষেপে ‘জাইজ' প্রথম বিষয়টির দিকে নজর দেয়৷ তারা ঐ বিয়ারের একটি বোতল নমুনা হিসেবে সংগ্রহ করে এবং তা গবেষণাগারে পাঠায়৷

গবেষণাগারে জানানো হয়, বেশ কয়েকটি ফলের রস থেকে প্রথমে তৈরি করা হয় ঐ বিয়ার এবং পরে তার সঙ্গে যোগ করা হয় অ্যালকোহল৷ জানা যায় যে, বিয়ারটিতে অ্যালকোহলের মাত্রা ০.০১ শতাংশ নয় বরং ০.৫ শতাংশ৷ আর তারপরই কাস্টম্স দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ‘জাইজ'৷ বলে যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা৷

মালয়েশিয়ার মুফতি মোহাম্মদ তাহরির সামসুদ্দিন বলেন, মালশিয়ার জাতীয় ফতোয়া কাউন্সিল'এর মতে, ইসলামধর্ম অনুসারে যে কোন খাবারে বা পানীয়তে অ্যালকোহলের মাত্রা সর্বোচ্চ ০.০১ পর্যন্ত হতে পারে৷ এর বেশি নয়৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ