1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজমালয়েশিয়া

মালয়েশিয়ায় শত কোটি টাকার পশুর অঙ্গ আটক

১৯ জুলাই ২০২২

অবৈধ পাচারের অপেক্ষায় থাকা পশুর অঙ্গের একটি বিরাট চালান আটক করেছে মালয়েশিয়ার কাস্টমস পুলিশ৷ আটক পশুর অঙ্গগুলোর মাঝে রয়েছে ছয় টন হাতির দাঁত ও ১০০ কেজি প্যাঙ্গোলিনের আঁশ৷ সোমবার চালানটি আটকের ঘোষণা দেয়া হয়৷

https://p.dw.com/p/4ELF3
Wildtier-Handel in Malaysia
ছবি: Vincent Thian/AP/picture alliance

কর্তৃপক্ষ বলছে, আটককৃত চালানে হাতির দাঁত ও প্যাঙ্গোলিনের আঁশ ছাড়াও ২৫ কেজি গণ্ডারের শিং এবং আরো প্রায় তিনশ কেজি পশুর মাথার কঙ্কাল, হাড় ও শিং রয়েছে৷

পুলিশ বলছে, এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে বড় এমন অবৈধ চালান আটক৷ এর দাম তাদের হিসেবে ১.৮ কোটি ডলার বা প্রায় ১৭০ কোটি টাকা৷

গত ১০ জুলাই আফ্রিকা থেকে কনটেইনারে করে আসা একটি কাঠের চালানের ভেতর থেকে এই অঙ্গগুলো উদ্ধার করা হয়৷ মালয়েশিয়ার পুলিশ বলছে, এই অবৈধ চালানের চূড়ান্ত গন্তব্য মালয়েশিয়া ছিল না৷

বন্য প্রাণী বাণিজ্য মনিটরিং গ্রুপ ‘ট্রাফিক'-এর দক্ষিণপূর্ব্ এশিয়ার পরিচালক কানিথা কৃষ্ণস্বামী এই ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেন৷ বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘‘হুমকির মুখে থাকা নানা প্রজাতির এমন একটি চালান উদ্বেগজনক, এবং মালয়শিয়ার বন্দরগুলোকে এসব অঙ্গ পাচারের রুট হিসেবে ব্যবহার করার আমাদের যে সন্দেহ, তাকেই প্রমাণ করে৷''

সংরক্ষণবাদীদের অভিযোগ, মালয়েশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়াকে রুট হিসেবে ব্যবহার করে চীনসহ অন্য এশিয়ান দেশগুলোতে অবৈধভাবে বন্যপ্রাণী পাচার করা হয়৷

মালয়েশিয়ায় চালান জব্দের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি৷ তবে তদন্ত চলছে৷

জেডএ/কেএম (এএফপি, এপি, রয়টার্স)