1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন সেনাদের দেখতে ইরাকে ট্রাম্প

২৭ ডিসেম্বর ২০১৮

মার্কিন সেনাদের বড়দিন উপলক্ষে ‘সারপ্রাইজ' দিতে হঠাৎ ইরাক সফরে গেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর স্ত্রী মেলানিয়াও তাঁর সঙ্গে ছিলেন৷ এটিই ট্রাম্পের প্রথম এমন সফর৷ ইরাকি কর্মকর্তাদের সাথে অবশ্য তিনি দেখা করেননি৷

https://p.dw.com/p/3AgVn
Trump besucht Ramstein Air Force Base
ছবি: Reuters/J. Ernst

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে আল-আসাদ বিমানঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে দেখা করেন ট্রাম্প৷ সেখানে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে তাঁর সিদ্ধান্তের পক্ষে কথা বলেন তিনি৷

ট্রাম্প মার্কিন সেনাদের বলেন, ‘‘বিশ্বজুড়ে পুলিশের ভূমিকা চালিয়ে যেতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র৷'' দুই বছর আগে দায়িত্ব নেয়ার পর এটিই ট্রাম্পের প্রথম আকস্মিক সফর৷ তাঁর দুই পূর্বসূরি জর্জ ডাব্লিউ বুশ ও বারাক ওবামা একাধিকবার এমন সফরে গিয়েছেন৷''

এ সময় ট্রাম্পের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ছাড়া তেমন কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন না৷ সামরিক জেট বিমানে বেষ্টিত এয়ার ফোর্স ওয়ানে চড়ে তিনি ইরাক যান৷

আলাদা দুই বৈঠকে প্রায় একশ' স্পেশাল ফোর্স সেনা এবং জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি৷

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা‘একেবারেই নেই' বললেও সিরিয়ার ব্যাপারে নিজের সিদ্ধান্তের সপক্ষে কথা বলেন তিনি৷ ট্রাম্প বলেন, সিরিয়ায় মার্কিন উপস্থিতি ‘অনির্দিষ্টকাল' হতে পারে না এবং সিরিয়ায় ‘ইসলামিক স্টেটের' বিরুদ্ধে যথেষ্ট সামরিক  বিজয় অর্জিত হয়েছে বলেও মনে করেন তিনি৷

তিনি বলেন, সিরিয়া থেকে আইএসের বাকি যোদ্ধাদের নির্মূলে মিশনের দায়িত্ব নেবে তুরস্ক৷ তবে অনেকেই আশংকা করছেন, মার্কিন সেনা প্রত্যাহারে এই অঞ্চলে আইএস আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে৷ একই সাথে, তুরস্ক আইএসের চেয়ে কুর্দিশ যোদ্ধাদের দমনে বেশি আগ্রহী বলেও সমালোচনা করেন বিশ্লেষকরা৷

ইরাক থেকে ফেরার পথে, জার্মানির রামস্টাইন বিমানঘাঁটিতে থামেন ট্রাম্প৷ ইউরোপে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘাঁটি৷ তবে ৬০ কিলোমিটার দূরে নিজের দাদাবাড়ি কালস্টাড্ট সফরে যাননি তিনি৷

বড়দিনের আগে অবশ্য জার্মান সংবাদ সংস্থা ডিপিএ মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেলকে উদ্ধৃত করে জানিয়েছিল দাদাবাড়ি সফরের আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প৷

এর আগে ২০১৭ সালের জুলাইয়ে হামবুর্গে জি-টোয়েন্টি সম্মেলনে অংশ নিতে জার্মানি এসেছিলেন ট্রাম্প৷ এটিই এখন পর্যন্ত তাঁর একমাত্র একমাত্র আনুষ্ঠানিক জার্মানি সফর৷

এডিকে/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য