1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন যুক্তরাষ্ট্রে ফল্কসভাগেন এর নতুন কারখানা

রিয়াজুল ইসলাম১৫ জুলাই ২০০৮

ইউরোপের সবচে বড় গাড়ী নির্মাতা কোম্পানী ফল্কসভাগেন তাদের নতুন কারখানা চালু করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে৷ ডলারের বিপরীতে ইউরোর দাম বেড়ে চলায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি৷

https://p.dw.com/p/Ed7H
ফল্কসভাগেনছবি: AP

নতুন কারখানা তৈরীতে তারা একশ কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণাও দিয়েছে৷

গত বেশ কয়েকদিন ধরে ডলারের বিপরীতে ইউরোর দাম বেড়ে চলায় সমস্যার মুখোমুখি হচ্ছিলো ইউরোপের সবচে বড় গাড়ী নির্মাতা কোম্পানি ফল্কসভাগেন৷ নির্মাণ ব্যয় কমানো ছাড়াও যুক্তরাষ্ট্রের বাজার দখলের পরিকল্পনা করছিলো তারা বেশ কদিন ধরেই৷ যদিও মেক্সিকোতে ফল্কসভাগেনের একটি কারখানা রয়েছে তবু উত্তর আমেরিকার বিশাল বাজারের চাহিদা তা মেটাতে পারছিলো না৷

Volkswagen Symbolbild
ফল্কসভাগেন-এর একটি কারখানাছবি: AP

উত্তর আমেরিকার বাজারে বর্তমানে ফল্কসভাগেনের দুই শতাংশ শেয়ার রয়েছে৷ কোম্পানীর নীতিনির্ধারকরা এ হার আগামী ১০ বছরের মধ্যে তিনগুন বাড়াতে চান৷ তাই যুক্তরাষ্ট্রে একটি নতুন কারখানা চালু করতে জার্মান এ কোম্পানীর সুপারভাইজরি বোর্ড বৈঠক করে৷ সেখানে যুক্তরাষ্ট্রের তিনটি জায়গায় সম্ভাব্য কারখানা স্থাপন নিয়ে আলোচনা হয়৷ এ তিনটি জায়গা ছিলো অ্যালাবামা, মিশিগান ও টেনেসি৷ সব কিছু বিবেচনা করে শেষ পর্যন্ত টেনেসির চাটানুগাকেই নতুন কারখানার জন্য নির্ধারণ করেছে ফল্কসভাগেনের সুপারভাইজরি বোর্ড৷

ইতিমধ্যে নতুন এ জায়গায় কারখানা স্থাপনের জন্য একশ কোটি ডলার বাজেটের ঘোষণা দিয়েছে কোম্পানিটি৷ ফল্কসভাগেনের প্রধান নির্বাহী মার্টিন উইনটারকর্ন এক বিবৃতিতে তাদের ব্যবসা প্রসারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অত্যন্ত গুরুত্বপুর্ণ আখ্যা দিয়ে বলেছেন, ফল্কসভাগেন এখানে বেশ জোরেশোরে কাজ করে যাবে৷

নতুন কারখানা উত্পাদন শুরু করবে ২০১১ সাল থেকে৷ মার্টিন উইনটারকর্ন জানিয়েছেন, আগামী ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রে ফল্কসভাগেন প্রতি বছর আট লাখ গাড়ী বিক্রি করবে৷ এছাড়া মার্কিন ক্রেতারা যাতে নিজ দেশে তৈরী গাড়ী ব্যবহার করতে পারেন সেজন্যও এই কারখানা স্থাপন করা হচ্ছে বলে কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়েছে৷

গত কয়েক বছরে ইউরোর দাম বেড়ে চলায় উত্তর আমেরিকায় তুলনামুলক কম লাভ হচ্ছিলো ফল্কসভাগেনের৷ মঙ্গলবার পর্যন্ত এক ইউরোর দাম বেড়ে গিয়ে দাড়িয়েছে এক দশমিক ছয় ডলার৷ ইউরোর বাড়তি দামের কারণে গাড়ীর নির্মান ব্যয়ও বেড়ে চলছিলো৷ যুক্তরাষ্ট্রে নতুন কারখানা তৈরী হলে কোম্পানীর লাভ আরও বেশী হবে বলে আশা করছেন প্রধান নির্বাহী মার্টিন উইনটারকর্ন৷

কিন্তু যে মুহুর্তে ফল্কসভাগেন নতুন বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে সে মুহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে গত তিন মাসে গাড়ি বিক্রির হার নিম্নগামী৷ দেশটির অন্যতম গাড়ী নির্মাণকারী কোম্পানী জেনারেল মোটরস ইতিমধ্যে ব্যয় সংকোচনের পরিকল্পনা ঘোষণা করেছে৷ গত কয়েক বছরে কোম্পানীটি ৪০ হাজারেরও বেশী লোককে ছাটাই করেছে৷ তাই গাড়ীর বাজারের এ মন্দাভাব মোকাবেলা করাটা হবে জার্মান কোম্পানি ফল্কসভাগেনের জন্য একটি বড় চ্যালেঞ্জ৷