1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের সমালোচনা

২৬ মে ২০১২

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পর এবার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়৷ তাদের রিপোর্টে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম-অপহরণের সমালোচনা করা হয়েছে৷

https://p.dw.com/p/152Wd
ছবি: dapd

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে বিশ্বের ২০০টি দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে৷ এই রিপোর্ট প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷ রিপোর্টে বলা হয়, বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের ঘটনা অব্যাহত আছে৷ আর এর বেশিরভাগই ঘটছে ব়্যাবের হাতে৷ বেড়েছে গুম এবং অপহরণের ঘটনা৷ এর অর্ধেকই রাজনৈতিক৷ সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন৷ আর দুর্নীতির বিরুদ্ধে সরকার এখনো কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হয়নি৷

এই রিপোর্টের ব্যাপারে বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান ডয়চে ভেলেকে বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বাইরেও এই সময়ে গুম এবং অপহরণের ঘটনা মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে৷

বাংলাদেশের বিচারবিভাগে রাজনৈতিক প্রভাব বাড়ছে – স্টেট ডিপার্টমেন্টের এধরনের রিপোর্টের পিছনে যৌক্তিক কারণ আছে বলে মনে করেন নূর খান৷

তিনি বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট বলে কথা নয় – সরকার যদি বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোর রিপোর্ট দেখে, তাহলে একই ধরনের চিত্র পাবে৷ তাঁর মতে, সরকারের উচিত এইসব রিপোর্টকে গুরুত্ব দেয়া৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য