1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানুষের সমান জেলিফিশ!

১৭ জুলাই ২০১৯

মনে হতে পারে সায়েন্স ফিকশন চলচ্চিত্রের কোনো দৃশ্য এটি! কিন্তু না, প্রকৃত অর্থেই ইংলিশ উপকূলে দেখা গেছে মানুষের সমান আকৃতির জেলিফিশ৷

https://p.dw.com/p/3MC9b
Global Ideas England Sturm Ophelia spült giftige Quallen an Land
ছবি: Getty Images/M. Cardy

সমুদ্রতলের বিস্ময়কর দুনিয়ার ছবি ধারণে বেশ খ্যাতি আছে ড্যান অ্যাবোটের৷ গেল শনিবার কর্নওয়ালের ফ্যালমাউথে সাঁতার কাটতে নেমেছিলেন তিনি৷ সঙ্গে ছিলেন ওয়াইল্ডলাইফ বিজ্ঞানী এবং সঞ্চালক লিজি ড্যালি৷ ওয়াইল্ড ওশ্যান উইকের প্রচারণার অংশ হিসেবেই সমুদ্রে নেমেছিলেন তাঁরা৷ সঙ্গে ছিলেন আরো কজন সহযোগী৷

নিজেদের মতো সমুদ্র স্নান আর সাঁতার উপভোগ করছিলেন৷ তখন হুট করেই তাঁদের নজর কাড়ে এই সামুদ্রিক প্রাণিটি৷ বিস্ময়ে বিমূঢ় তাঁরা৷

নিউ ইয়র্ক পোস্টকে ড্যালি বলেন, ‘‘বিশাল জেলিফিশটি যখন আমার চোখে কোণায় ধরা পড়ে, তখন আমাকে দুবার দেখতে হয়েছিল৷ আমি অবাক হয়ে বলছিলাম, ওটা কি?''

ভিডিওটি দেখতে ক্লিক করুন

পেশাদার ড্যান অ্যাবট চোখে দেখেই ক্ষান্ত হওয়ার লোক নন৷ তাই নিজের ক্যামেরায় বন্দি করলেন মানুষের সমান সেই ব্যারেল জেলিফিশটিকে৷

ব্রিটিশ সাগরে ব্যারেল জেলিফিশকে এই প্রজাতিরর মধ্যে সবচেয়ে বড় বলে ধরা হয়৷ তবে সবসময় চোখে পড়েনা এটি৷ ক্যামেরা বন্দি করা তো খুবই ভাগ্যের বিষয়৷

তাই ভীষণ উত্তেজনা ছিলো অ্যাবটের কণ্ঠে৷ তিনি বলেন, ‘‘সামুদ্রিক হাঙ্গরসহ আরো কতো প্রাণির ছবিই তো তুলেছি৷ কিন্তু এটা ছিলো আমার কাছে বিশেষ কিছু৷ আমার কাছে ওই মূহূর্তটি ছিলো শ্বাসরুদ্ধকর! যা কখনোই ভুলবো না আমি৷''

নিজের ফেসবুক পেজে পুরো প্রক্রিয়ার সম্পাদিত ভিডিও পোস্ট করেন লিজি ড্যালি৷ তারপর থেকেই আগ্রহ নিয়ে জেলিফিশটি দেখছে মানুষ৷ তিনদিনে ভিডিও দেখা হয়েছে এক লাখ ৬০ হাজার বার৷

টিএম/কেম (নিউ ইয়র্ক পোস্ট) 

 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান