1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ‘শেষ ধাপ’ শুরু: গুয়াইদো

৩০ এপ্রিল ২০১৯

প্রায় ৭০ জন সশস্ত্র সেনাসদস্যকে সঙ্গে নিয়ে টুইটারে একটি ভিডিও বক্তব্য পোস্ট করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদো৷ এতে তিনি বলেন, নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ‘শেষ ধাপ’ শুরু হয়েছে৷

https://p.dw.com/p/3HhPp
Venezuela Juan Guaido vor der Airbase La Carlota in Caracas
ছবি: Reuters/C.G. Rawlins

এ কাজে তাঁর প্রতি এক গ্রুপ ‘সাহসী সেনা’র সমর্থন রয়েছে বলে জানান তিনি৷ ‘‘আজ সাহসী সেনা, সাহসী দেশপ্রেমিক, সাহসী মানুষেরা আমাদের আহ্বানে সাড়া দিয়েছে,’’ বলে ভিডিওতে মন্তব্য করেন গুয়াইদো৷

তিনি বলেন, ‘‘জাতীয় সশস্ত্র বাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছে৷ তারা ভেনেজুয়েলার মানুষের সমর্থন আশা করছেন৷’’

রাজধানী কারাকাসে বিমানবাহিনীর এক ঘাঁটিতে ভিডিওটি ধারণ করা হয়৷ ভিডিওতে  গুয়াইদোর পাশেবিরোধী নেতা লেওপোল্ডো লোপেজকেও দেখা গেছে৷ সরকারবিরোধী বিক্ষোভের জন্য ২০১৪ সাল থেকে তিনি গৃহবন্দি অবস্থায় ছিলেন৷ গুয়াইদোকে সমর্থনকারী সেনারা তাঁকে ‘মুক্ত’ করেন বলে জানিয়েছেন লোপেজ৷

এদিকে, ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী গর্গে রদ্রিগেজ বলেন, সরকার অভ্যুত্থানের চেষ্টাকারী একদল ‘সামরিক বিশ্বাসঘাতক'কে মোকাবিলার চেষ্টা করছে৷

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী কারাকাসে বিমানবাহিনীর এক ঘাঁটিতে জমায়েত হওয়া হুয়ান গুয়াইদোর উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে৷

এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন, দেশটির সামরিক বাহিনী  প্রেসিডেন্ট মাদুরোর পক্ষে রয়েছে৷

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুক মাদুরোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভেনেজুয়েলার সৈন্য ও সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন৷

তবে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস অভ্যুত্থান চেষ্টার নিন্দা করেছেন৷ একই ধরনের সমালোচনা করেছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভেনেজুয়েলার পরিস্থিতি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস৷

রাশির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকেও এই বিষয়ে জানানো হয়েছে৷

এদিকে, ইউরোপীয় কমিশনের মুখপাত্র ভেনেজুয়েলার বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেছেন৷ তবে ইউরোপীয় সংসদের স্পিকার আন্তোনিও তায়ানি বিরোধী নেতা লোপেজের মুক্তিকে ‘এতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন৷ উল্লেখ্য, লোপেজ মানবাধিকার বিষয়ে ইউরোপীয় সংসদের ‘শাখারভ পুরস্কার’ পেয়েছিলেন৷

যুক্তরাষ্ট্রসহ ৫০টির বেশি দেশ গুয়াইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য