1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাক্রোঁর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে নিহত এক

১৯ নভেম্বর ২০১৮

যানবাহনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে সম্প্রতি জ্বালানির উপর করের হার বাডিয়েছে ফ্রান্সের সরকার৷ এমানুয়েল মাক্রোঁর সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলছে৷

https://p.dw.com/p/38Uen
Frankreich Eine Tote und über 200 Verletzte bei Spritpreis-Demos
ছবি: Reuters/S. Mahe

শনিবার দিন-রাত চলা বিক্ষোভে প্রায় দুই লক্ষ ৮৮ হাজার মানুষ অংশ নেন বলে স্থানীয়এক বেতারকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানের৷ দুই হাজারের বেশি স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়৷ বিক্ষোভকারীরা ‘ইয়েলো ভেস্ট' পরে প্রতিবাদে অংশ নেন৷ তাঁরা মোটরওয়ে থেকে বাহির হওয়ার পথ, জ্বালানি ডিপো ও গোলচত্বর এলাকায় বিক্ষোভ করেন৷

এই সময় দক্ষিণ-পূর্বের এক শহরে অসুস্থ মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় এক নারীর গাড়ি ঘিরে ধরেন বিক্ষোভকারীরা৷ তাঁরা গাড়ির উপর উঠে লাফাতে থাকলে ঐ নারী ভয় পেয়ে যান৷ এই অবস্থায় তিনি গতি বাড়িয়ে জনতার উপর গাড়ি তুলে দেন৷ ফলে ৬৩ বছরের এক নারী প্রাণ হারান৷ চারশ'র বেশি আহত হন, যার মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর৷

রবিবার ঐ নারী চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ তারপর তাকে শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়৷

স্বরাষ্ট্রমন্ত্রী কাস্টানের জানান, প্রায় সাড়ে তিন হাজার বিক্ষোভকারী শনিবার সারারাত বিক্ষোভ করেন৷ সেদিন প্রায় দেড়শ' জনকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি৷

এরপর রবিবার প্রায় ৪৬ হাজার বিক্ষোভকারী প্রতিবাদে অংশ নেন৷ সোমবারও বিক্ষিপ্তভাবে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে৷

এদিকে, রবিবার সন্ধ্যায় ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়া ফিলিপ জানিয়েছেন, জ্বালানির উপর কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে না৷

তবে বিক্ষোভের আভাস পেয়ে প্রেসিডেন্ট মাক্রোঁ গত সপ্তাহে বলেছিলেন, পুরনো জ্বালানি বেশি ব্যবহৃত হয় এমন গাড়ি পরিবর্তন করতে সরকার প্রত্যেক দরিদ্র পরিবারকে চার হাজার ইউরো করে অনুদান দেবে৷

উল্লেখ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে মাক্রোঁ বিভিন্ন আর্থিক সংস্কার করে যাচ্ছেন৷ তবে এতে তাঁর জনপ্রিয়তা দিন দিন কমছে৷ ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১,৯৫৭ জনের উপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, মাক্রোঁর জনপ্রিয়তা চার পয়েন্ট কমে ২৫ শতাংশে দাঁড়িয়েছে৷

এছাড়া আরেক জরিপে অংশ নেয়া প্রায় ৬২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁদের কাছে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি যুগে প্রবেশের চেয়ে ক্রয়ক্ষমতা বাড়া বেশি গুরুত্বপূর্ণ৷

জেডএইচ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য