1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাক্রোঁকে চড় মারা যুবকের চার মাসের জেল

১১ জুন ২০২১

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁকে চড় মারার অভিযোগে আটক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

https://p.dw.com/p/3ulBE
এমানুয়েল মাক্রোঁ
ছবি: Philippe Desmazes/REUTERS

দামিয়েন তারেল নামের ২৮ বছর বয়সি ফরাসি যুবককে আদালত প্রথমে ১৮ মাসের কারাদণ্ড দিলেও পরে তা কমিয়ে চার মাস করে। পাশাপাশি তাকে সরকারি চাকরিতে নিষিদ্ধও করা হয়। তাছাড়া তারেলকে আগামি পাঁচ বছর কোনো ধরনের অস্ত্র সাথে না রাখার আদেশও দিয়েছে আদালত।

ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আটক অপর যুবক আর্থার সি-র  বিচার চলবে বলে জানানো হয়।   

গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চল পরিদর্শনে যান প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। সেসময় সেখানে উপস্থিত এক ব্যক্তির সঙ্গে হাত মেলাতে গেলে মাক্রোঁর গালে চড় মারেন সেই ব্যাক্তি। ঘটনার পরপর নিরাপত্তাকর্মীরা দুই ব্যক্তিকে আটক করে। 

বার্তাসংস্থাগুলো জানায়, আদালতে চড় মারার পক্ষে যুক্তি দেখানোর চেষ্টা করেন তারেল। নিজেকে ‘দক্ষিণপন্থি দেশপ্রেমিক’ দাবি করা তারেল বলেন, রাগের বশবর্তী হয়ে তিনি এমন আক্রমণ করেছেন। 

আদালতে খুব শান্তভাবে ঘটনার বর্ণনা দেন তারেল এবং মাক্রোঁর বিষয়ে নিজের মত ব্যক্ত করেন।

তবে জোরে চড় মারার বিষয়টি স্বীকার করে তারেল আদালতকে বলেন, ‘‘যখন আমি তার বন্ধুসুলভ, মিথ্যাবাদী চেহারাটি দেখেছি, তখন আমার মধ্যে সহিংস প্রতিক্রিয়া তৈরি হয়েছে।... তবে এমন প্রতিক্রিয়ায় আমি নিজেও বিস্মিত হয়েছি৷’’

ডানপন্থি মতবাদে বিশ্বাসী হলেও নিজে কোনো রাজনৈতিক দলের সদস্য নন বলে দাবি করেন তারেল। তবে ২০১৮১-১৯ সালে হওয়া ইয়েলো ভেস্ট আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন তিনি। 

এদিকে বিচার নিয়ে তেমন কোনো মন্তব্য না করলেও মাক্রোঁ বলেন, ‘‘গণতান্ত্রিক সমাজে সহিংসতাকে কোনো কিছু দিয়েই বৈধতা দেওয়া যাবে না৷’’

এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘জনসামগমস্থলে কুশলাদি বিনিময় করতে গিয়ে চড় খাওয়ার বিষয়টি তেমন বড় কিছু নয়। এমন ঘটনাকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়৷’’ 

আরআর/এসিবি (এপি)