1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাংসের উপর কর বাড়াচ্ছে জার্মানি!

১০ আগস্ট ২০১৯

ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জার্মানিতে মাংসের দাম কিছুটা কম৷ তবে দেশটির বেশ কয়েকজন রাজনীতিবিদ মাংসের উপর বাড়তি করারোপের প্রস্তাব করেছে৷

https://p.dw.com/p/3Nh7Q
ছবি: dapd

খামারিদের সুরক্ষা, মাংস খাওয়া কমিয়ে আনাসহ প্রাণীদের কল্যাণমূলক কাজের সুযোগ বাড়াতেই এ প্রস্তাব করেছে তারা৷ বর্তমানে মাংস কিনতে গিয়ে একজন ক্রেতা শতকরা সাত ভাগ মূল্য সংযোজন কর প্রদান করে৷ এ কর সাত ভাগ থেকে বাড়িয়ে শতকরা ১৯ ভাগ করার প্রস্তাব করেছে সোশ্যাল ডেমোক্রেট ও গ্রীন পার্টির কয়েকজন রাজনীতিবিদ৷

গ্রীন পার্টির কৃষিবিষয়ক মুখপাত্র ফ্রিড্রিশ ওস্টেনডর্ফ বলেন, ‘‘আমি মাংসের উপর কর বাড়ানোর পক্ষে কেননা এর ফলে প্রাণীকল্যাণে কাজ করা সুযোগ বাড়বে৷''

তবে শর্ত সাপেক্ষে করারোপের পক্ষে মত দিয়েছেন অ্যাঙ্গেলা ম্যার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টি৷ দলটির একজন রাজনীতিবিদ আলবার্ট স্টেগেমান বলেন মাংসের উপর কর বাড়ানোর পদক্ষেপটি  হতে হবে গঠনমূলক৷ কর থেকে পাওয়া বাড়তি টাকা খামারিদের সুরক্ষায় ব্যয় করার শর্তও দিয়েছেন তিনি৷

এদিকে বাড়তি করারোপের ফলে খামারিরা ক্ষতিগ্রস্ত হয় কিনা সে বিষয়টি বিবেচনায় রাখার পক্ষে দেশটির কৃষিমন্ত্রী৷

বিশ্বব্যাপী নিরামিষভোজীদের সংখ্যা বাড়ার ফলে মাংসের চাহিদা কিছুটা কমে আসছে৷ মাংস শিল্পকে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন্ডাই অক্সাইড নির্গমনকারী খাত বলে দোষারোপ করছে বিজ্ঞানীরা৷ মাংস ভোজনের হার কমাতে তাঁরা সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছে৷  উল্লেখ্য, কট্টরপন্থী দল অল্টারনেটিভ ফর ডেমোক্রেসিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল মাংসের উপর বাড়তি করারেপের এ প্রস্তাবের বিরোধিতা করছে৷

আরআর/কেএম (ডিপিএ, ইপিডি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান