1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহারাষ্ট্রের ভেঙে পড়ল বাড়ি, মৃত এক

২৫ আগস্ট ২০২০

মহারাষ্ট্রের রায়গড়ে বহুতলে ধস। এখনও পর্যন্ত আহত ৫০। মৃত এক।

https://p.dw.com/p/3hSKc
ছবি: picture-alliance/AP Photo

১২ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও স্পষ্ট নয় মহারাষ্ট্রের রায়গড়ে ভেঙে পড়া বহুতলের ধ্বংসাবশেষে এখনও কত লোক আটকে আছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকর্মীরা। একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রবল বৃষ্টিই বাড়িটি ভেঙে পড়ার কারণ। পুলিশ তদন্ত শুরু করেছে। আরও ২০ জন আটকে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

সোমবার সন্ধে ছয়টা নাগাদ আচমকাই ভেঙে পড়ে মুম্বই থেকে শখানেক কিলোমিটার দূরে মহারাষ্ট্রের রাগড়ের একটি বহুতল। মাত্র ১০ বছর আগে বাড়িটি তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে। একটি সূত্রের বক্তব্য বহুতলে মোট ৪০টি ফ্ল্যাট ছিল। আবার অন্য সূত্রের দাবি বাড়িটির ভিতর ৪৮টি ফ্ল্যাট ছিল। তবে ঘটনার সময় বাড়ির ভিতর কত মানুষ ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সন্ধে ছয়টা নাগাদ তাঁরা দেখতে পান বিকট শব্দে বাড়িটির উপরের তিনটি তলা ভেঙে পড়ছে।

Indien Mumbai Einsturz Haus
ছবি: Reuters/Reuters TV

পুরনো বাড়ি ধসে যাওয়ার খবর ভারতে নতুন নয়। ঠিক এক বছর আগে মেট্রোর লাইন তৈরি করতে গিয়ে কলকাতায় একটি পুরনো বাড়ি ধসে গিয়েছিল। কিন্তু ১০ বছরের পুরনো বাড়ি ধসে পড়বে কেন? বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, মহারাষ্ট্রে গত কয়েক দিন ধরে যে প্রবল বৃষ্টি হচ্ছে, তারই জেরে এই ঘটনা ঘটেছে। তবে বিশেষজ্ঞদের অন্য অংশের বক্তব্য, মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিপাত নতুন ঘটনা নয়। যাঁরা এ অঞ্চলে বাড়ি তৈরি করেন, তাঁরা সে কথা মাথায় রেখেই নির্মাণ করেন। ওি বাড়িটির নির্মাণ ত্রুটিপূর্ণ বলেই তাঁদের ধারণা। পুলিশ জানিয়েছে, বাড়িটি কী ভাবে ধসে পড়ল, সে বিষয়ে তদন্ত হবে। দোষী ব্যক্তিদের গ্রেফতার করা হবে। তবে আপাতত ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করাই প্রথম কাজ।

সোমবার রাত পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করতে পেরেছিলেন দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের উদ্ধারকর্মীরা। পুনে থেকে সোমবার রাতেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে উড়িয়ে আনা হয়েছে। প্রবল বৃষ্টিতে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে বলে জানা গিয়েছে। উদ্ধারকারীদের সাহায্য করছেন স্থানীয় মানুষ।

Indien Mumbai Einsturz Haus
ছবি: Reuters/Reuters TV

মঙ্গলবার সকাল আটটা নাগাদ জাতীয় বিপর্যয় মোকাবিলা দল জানায় ৫০ জনকে উদ্ধার করা গিয়েছে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে উদ্ধারকর্মীদের ধারণা, এখনও ধ্বংসাবশেষের নীচে বহু মানুষ আটকে আছেন। উদ্ধারকাজে সময় লাগলে মৃত্যুর আশঙ্কা বাড়বে বলেও মনে করা হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত আছেন মহারাষ্ট্রের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে আহতদের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও একই কথা বলেছেন।

এসজি/জিএইচ (পিটিআই)