1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মমতার হস্তক্ষেপে বিরোধ মিটল, ইস্টবেঙ্গল খেলবে

২৬ আগস্ট ২০২১

মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সংকট কাটল। ইস্টবেঙ্গলের সঙ্গে ইনভেস্টর শ্রী সিমেন্টের বিরোধ মিটল। আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল।

https://p.dw.com/p/3zV5U
ইস্টবেঙ্গলের সমস্যা মিটে গেল। ছবি: DW/P. Samanta

কোটি কোটি সমর্থক আশ্বস্ত হলেন। মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে জট কেটেছে। ইস্টবেঙ্গল আবার দেশের প্রধান ফুটবল টুর্নামেন্ট আইএসএলে খেলবে। তারা কলকাতা লিগেও টিম নামাবে। একেবারে শেষ সময়ে এসে শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের এই সমঝোতা হয়েছে।

হাতে সময় খুব কম। ৩১ অগাস্টের মধ্যে ফুটবলারদের নথিভুক্ত করতে হবে। তার মধ্যেই দল গড়ে ফেলতে হবে ইস্টবেঙ্গলকে। স্বাভাবিকভাবে খুব ভালো দল হবে এমন আশা অতি বড় সমর্থকও করছেন না। কিন্তু শতবর্ষ পার করে আসা ভারতীয় ফুটবলের অন্যতম সেরা এই ক্লাব যে আবার আইএসএলে খেলবে, সেটাই সমর্থকদের কাছে এখন সব চেয়ে স্বস্তির খবর।

ইনভেস্টরের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের বিরোধের জেরে এবার ক্লাব সংকটের মুখে পড়েছিল। ইস্টবেঙ্গল কর্তারা শ্রীসিমেন্টের সঙ্গে চূড়ান্ত চুক্তিপত্র সই করতে রাজি হচ্ছিলেন না। তাদের কয়েকটি ধারায় আপত্তি ছিল। ইস্তবেঙ্গল কর্তারা বলেছিলেন, এই চুক্তিতে সই করা মানে ক্লাবকে বেচে দেয়া। সেটা তারা করতে পারবেন না। তার মধ্যে অন্যতম ধারা ছিল, সমর্থক ও ক্লাব সদস্যদের ইস্টবেঙ্গল তাঁবুতে ঢুকতে দেয়ার অধিকার এবং ক্লাব কর্তাদের অফিসঘর থাকা নিয়ে। আর শ্রী সিমেন্টের কর্তারাও গোঁ ধরে বসেছিলেন, চুক্তিতে সই না করলে তারা টিম নামাবেন না।

দিন কয়েক আগে শ্রী সিমেন্টের কর্তারা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেন, তারা এই বছর আর টিম করবেন না। এতে প্রবল ক্ষুব্ধ হন মমতা। তিনি প্রশ্ন করেন, তা হলে এতদিন ধরে কেন কথা চালালেন শ্রী সিমেন্ট কর্তারা! এরপর তিনি দুই পক্ষকে ডেকে পাঠান। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এবং উদ্যোগে কয়েক মিনিটের মধ্যে সমস্যার সমাধান হয়। ক্লাব কর্তাদের দাবি, গতবারের প্রাথমিক চুক্তির ভিত্তিতে টিম করতে রাজি হয়েছে শ্রী সিমেন্ট।

মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে শ্রী সিমেন্ট কর্তারা জানিয়ে দেন, তারা ইস্টবেঙ্গল টিম গঠন করছেন। ক্লাব কর্তা ও শ্রী সিমেন্টের প্রতিনিধিরা হাত মেলান। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, তারা ক্লাবকে বেচে দেননি। ক্লাব আইএসএল খেলছে। এটাই বড় কথা।

মুখ্যমন্ত্রী বলেন, ''যার শেষ ভাল, তার সব ভাল। কোটি কোটি ইস্টবেঙ্গল সদস্য আনন্দিত ও আশ্বস্ত হবেন। আমরা চাই, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান সকলেই আইএসএল খেলুক। খেলা হবে।''

জিএইচ/এসজি (মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন)