1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মমতার মন্ত্রিসভায় ছয় মুসলিম, নয় মহিলা, রেকর্ড সময়ে শপথ

১০ মে ২০২১

কোভিডের কারণে ৬ মিনিটে পশ্চিমবঙ্গের ৪৩জন মন্ত্রী শপথ নিলেন।

https://p.dw.com/p/3tBi6
মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: AP Photo/picture alliance

সংক্ষিপ্ততম শপথগ্রহণ অনুষ্ঠান দেখল পশ্চিমবঙ্গ। ৬ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৪৩ জন মন্ত্রী শপথ নিলেন। কোভিড পরিস্থিতির কারণে দ্রুত শেষ করা হয়েছে অনুষ্ঠান। অমিত মিত্র, ব্রাত্য বসুর মন্ত্রীরা বাড়ি থেকে ভার্চুয়ালি শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী সহ মহিলা মন্ত্রীর সংখ্যা নয় জন। নতুন মন্ত্রী ১৬ জন। আর সংখ্যালঘু মন্ত্রীর সংখ্যা তিনজন পূর্ণমন্ত্রী সহ ছয়জন। সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারিও মন্ত্রী হয়েছেন।

মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই শপথ নিয়েছিলেন। সোমবার কলকাতার রাজভবনে তার মন্ত্রীসভার ৪৩ জন মন্ত্রী শপথবাক্য পাঠ করলেন। সাধারণত একজন একজন করে মন্ত্রী রাজ্যপালের সামনে যান এবং শপথবাক্য পাঠ করেন। দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট মানুষদের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। জনগণও শপথ দেখতে পারেন। কিন্তু এবার কোভিডের জন্য তার কোনো কিছুই হয়নি। সাড়ে দশটা নাগাদ মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল অনুষ্ঠানস্থলে পৌঁছান। তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মন্ত্রীরা। তিনদফায় শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। প্রথমে পূর্ণ মন্ত্রী, তারপর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সব শেষে প্রতিমন্ত্রীরা শপথবাক্য পাঠ করেন একসঙ্গে। আলাদা আলাদা করে শপথবাক্য পাঠ করানো হয়নি।

কোভিডে আক্রান্ত রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, পূর্বতন অর্থমন্ত্রী অমিত মিত্রও অসুস্থ। ফলে তারা ভার্চুয়ালি বাড়ি থেকে শপথবাক্য পাঠ করেন। শারীরিক কারণে নির্বাচনে লড়েননি অমিত মিত্র। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফের মন্ত্রিত্ব দিচ্ছেন। ছয় মাসের মধ্যে উপনির্বাচনে তাকে জিতে আসতে হবে।

শপথের শেষেই নবান্ন পৌঁছান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে এখনই সার্বিক লকডাউন ঘোষণা করা হবে না। তবে আংশিক লকডাউনের যে নিয়মগুলি জারি করা হয়েছে তা বহাল থাকবে। তবে জনগণকে লকডাউনের মতোই আচরণ করতে হবে। অকারণে বাড়ি থেকে বের হওয়া যাবে না। আগেই লোকাল ট্রেন বন্ধ করে দিয়েছিলেন মমতা। মেট্রো পরিষেবাও অর্ধেক হয়ে গেছে। দোকানপাট  সরকারের বেঁধে দেওয়া সময়ে খোলা হচ্ছে।

শপথগ্রহণের পর ডয়চে ভেলেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ''এখন উৎসব করার সময় নয়। কোভিড পরিস্থিতির মোকাবিলায় রাস্তায় নেমে কাজ করতে হবে। দিনে ২০ ঘণ্টা কাজ করতে হবে সকলকে।''

বিরোধী নেতা

শুভেন্দু অধিকারীকে বিরোধী নেতা করল বিজেপি। তিনি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে নন্দীগ্রামে হারিয়েছেন। একসময় মমতার ডানহাত বলে পরিচিত এবার বিধানসভায় বিজেপি-র নেতৃত্ব দেবেন।

এসজি/জিএইচ (পিটিআই)