1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্ত্রীর কাছে হাতির বিচার চাইলেন নান

৩ আগস্ট ২০১৮

ভারতের কেরালায় বনমন্ত্রীর বহরের মধ্যে ঢুকে তাঁর গাড়ি থামিয়ে বিচার দিলেন এক গির্জার নান৷ এমনকি মন্ত্রীকে গাড়ি থেকে নামতেও বললেন৷ ভিডিওটি ভাইরাল হয়ে গেছে৷

https://p.dw.com/p/32Yrv
ছবি: picture-alliance/F. Frommenwiler

কেরালা রাজ্যের উত্তরাঞ্চলের পালাক্কাড জেলায় ঘটেছে এই ঘটনা৷ বনঘেরা শোলায়ার নামক এলাকাটিতে ব্যাপক হাতির উৎপাত

ভিডিওটিতে দেখা যায়, রিন্সি নামের ঐ সিস্টার অপেক্ষা করছিলেন মন্ত্রীর গাড়ির জন্য৷ বহরের প্রথম কয়েকটি গাড়ি পার হয়ে গেলে যখন মন্ত্রীর গাড়ি দেখা যাচ্ছিল, তখনই তিনি সামনে গিয়ে গাড়িটিকে আটকান৷

আটকে তারপর কথা বলা শুরু করেন৷ স্থানীয় ভাষায় বললেও তাঁর কথার সারমর্ম ছিল, এখানে প্রায়ই হাতি উৎপাত করে৷ এর একটা বিহিত করতে হবে মন্ত্রীকে৷

শুধু তাই নয়, মন্ত্রীকে গাড়ি থেকে নেমে অবস্থা দেখার আমন্ত্রণও জানান তিনি৷ মন্ত্রী অবশ্য গাড়ি থেকে নামেননি৷ তবে গাড়ির কাঁচ নামিয়ে ঐ নানকে আশ্বস্ত করেছেন যে ব্যাপারটা তিনি দেখবেন৷

প্রায় দুই সপ্তাহ আগে ফেসবুকে দেয়া ভিডিওটি ১২ লাখেরও বেশিবার দেখা হয়েছে৷ ২৩ হাজার বার শেয়ার করা হয়েছে৷

জেডএ/ডিজি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য