1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মটোরোলার ‘জুম’ সেরা ট্যাবলেট কম্পিউটার

৯ জানুয়ারি ২০১১

মার্কিন কোম্পানি মটোরোলা৷ মাত্র দিন কয়েক দিন হলো ভেঙে দুটো কোম্পানিতে পরিণত হয়েছে৷ একটির নাম মটোরোলা মবিলিটি, আর অন্যটি মটোরোলা সলিউশন্স৷

https://p.dw.com/p/zvKT
ছবি: picture alliance/dpa

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠানরত কনজিউমার ইলেকট্রনিক্স শো বা সিইএস'এ সেরা পণ্যের পুরস্কার পেয়েছে মটোরোলা মবিলিটি'র ট্যাবলেট কম্পিউটার ‘জুম'৷ যেটি বাজারে আসতে পারে এই এপ্রিলে৷ অ্যাপলের আইপ্যাডের সমান আকারের এই ট্যাবলেট পিসিটি গুগলের নতুন সফটওয়্যার ‘হানিকম্ব' এর সাহায্যে চলে৷ হানিকম্ব সফটওয়্যারটিও নতুন, যেটা শুধুমাত্র ট্যাবলেট পিসির জন্যই বানিয়েছে গুগল৷

তবে এখানেই মটোরোলার জয়যাত্রা থেমে থাকেনি৷ তাদের তৈরি ‘অ্যাট্রিক্স' ফোনটি স্মার্টফোন ক্যাটাগরিতে সেরা বিবেচিত হয়েছে৷

এছাড়া ডিজিটাল ইমেজিং ক্যাটাগরিতে প্রথম হয়েছে প্রজেক্টর সুবিধা সম্বলিত সনি'র একটি হ্যান্ডিক্যাম৷ আর ক্যাসিও'র ট্রিক্স ক্যামেরা মেলার সবচেয়ে পাতলা পণ্যের পুরস্কারটি জিতে নিয়েছে৷

জাপানের ভিডিও গেম নির্মাতা কোম্পানি নিন্টেন্ডো মেলায় গেমিং ক্যাটাগরিতে প্রথম হয়েছে৷ তারা একটি বিশেষ হ্যান্ডসেট তৈরি করেছে, যেটার সাহায্যে কোনো চশমা ছাড়াই থ্রিডি গেম খেলা যাবে৷

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মেলা সিইএস প্রতিবছর জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত হয়ে থাকে৷ বিশ্বের সব বড় বড় কোম্পানি এই মেলাতে তাদের আবিস্ক়ত পণ্যের প্রদর্শনী করে থাকে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়