1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্যাটিকানে যৌন নিপীড়ন বিষয়ক ঐতিহাসিক সম্মেলন শুরু

২১ ফেব্রুয়ারি ২০১৯

ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন বিষয়ক ঐতিহাসিক সম্মেলনের সূচনা করেছেন পোপ ফ্রান্সিস৷ ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই সম্মেলন শুরু হয়েছে৷

https://p.dw.com/p/3Dnh9
ছবি: Getty Images/AFP/V. Pinto

রবিবার পর্যন্ত চলবে সম্মেলন৷ ‘প্রোটেকশন অফ মাইনরস ইন দ্য চার্চ' শীর্ষক এই সম্মেলনে নানা কর্মশালায়, প্রশিক্ষণ ও আলোচনার ব্যবস্থা করা হয়েছে৷ পোপ আশা প্রকাশ করেছেন, যাজকদের বিরুদ্ধে যৌন নিপীড়নের, বিশেষ করে শিশু নিপীড়নের যে অভিযোগ রয়েছে, সেটির একটি সমাধান সম্ভব হবে এই সম্মেলনে৷

সারা বিশ্ব থেকে ১৯০ জন গির্জা প্রধান, ১১৪ জন বিশপ, ১০ নারী প্রতিনিধি অংশ নিচ্ছেন এই সম্মেলনে৷ ভ‌্যাটিকান থেকে জানানো হয়েছে, দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা- এই তিন থিমকে সামনে রেখে সম্মেলন সাজানো হয়েছে৷ সম্মেলনের প্রথম তিনদিন একেকটি  থিমের ওপর আলোকপাত করা হবে৷ শেষদিন এই তিন থিমকে সম্মিলিত করে আলোচনা ও প্রশিক্ষণ হবে৷ 

সম্মেলনে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের পাশাপাশি উন্মুক্ত আলোচনা ও বিতর্কে অংশ নেবেন৷ ধর্মীয় উপাসনালয়ে যৌন হেনস্থার শিকারদের বয়ান শোনানোর কয়েকটি সেশন অনুষ্ঠিত হবে৷ এতে নিপীড়িতরা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন এবং যাজকরা সেটি শুনে ভবিষ্যতে কীভাবে এটি বন্ধ করা যায় সে বিষয়ে নীতিমালার প্রস্তাবনা দেবেন৷

ভ্যাটিকান থেকে আরো বলা হয়েছে, এই সম্মেলনের উদ্দেশ্য গির্জার যৌন নিপীড়ন রোধে সচেতনতা সৃষ্টি করা৷ বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার গির্জা ও বিশপদের প্রতি অধিক মনোযোগ দেওয়া হবে এই সম্মেলনে৷ কারণ তাঁরা দাবি করে আসছেন যে, চার্চে এ ধরনের নিপীড়নের কোনো ঘটনাই ঘটে না৷ অথচ অভিযোগ রয়েছে প্রচুর৷

এ সম্মেলন প্রসঙ্গে পোপ বলেন, শিশুদেরকে যৌন হেনস্থা করার যাজকদের অনৈতিক যে চর্চা চলমান, তা থেকে রোমান ক্যাথলিক গির্জাকে মুক্ত করে মূল ধারায় ফিরিয়ে আনতে হবে৷

ইতোমধ্যে গির্জায় যৌন হেনস্থার শিকার হওয়া পাঁচজন তাদের নিপীড়ন অভিজ্ঞতার কথা বলেছেন৷ তাদের সেই বক্তব্যের ভিডিও দেখানোও হয়েছে ভ্যাটিকানের সম্মেলনে৷

গির্জার নিপীড়নকে স্বীকার করে নিয়ে এর সমাধানের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলন নজিরবিহীন আখ্যা পেয়েছে৷ বিশ্ব নেতারা পোপ ফ্রান্সিসকে সাধুবাদ জানিয়েছেন৷

এর আগেও পোপ ফ্রান্সিস মধ্যপ্রাচ্য সফরে গিয়ে গির্জায় যৌন নিপীড়নের বিষয়টি সরাসরি স্বীকার করেন৷ এবং এ ধরনের ঘটনা বন্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেন৷

এফএ/জেডএইচ (ডিপিএ, এপি, এএফপি)