1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্যাটিকানে দুই পাদ্রির বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের বিচার শুরু

১৫ অক্টোবর ২০২০

২০১২ সালের ঘটনার প্রেক্ষিতে ভ্যাটিকানে দুই যাজকের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বিচার শুরু হয়েছে৷ প্রথমবারের মতো সেখানকার অপরাধ আদালতে কোনো পাদ্রির বিরুদ্ধে বিচারের ঘটনা এটি৷

https://p.dw.com/p/3jyrX
২০১২ সালের ঘটনার প্রেক্ষিতে ভ্যাটিকানে দুই যাজকের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বিচার শুরু হয়েছে৷ প্রথমবারের মতো সেখানকার অপরাধ আদালতে কোনো পাদ্রির বিরুদ্ধে বিচারের ঘটনা এটি৷
ফাইল ছবিছবি: picture-alliance/dpa/A. Guiliani

দুই পাদ্রির একজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং অন্যজনের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ আনা হয়েছে৷ বুধবার আদালতে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়৷

ঘটনাটি ঘটেছে ভ্যাটিকানে সেইন্ট পায়াস টেন নামের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে৷ ইটালিভিত্তিক পাদ্রিদের একটি সংগঠনের মাধ্যমে পরিচালিত হয় সেটি৷ সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ও পাদ্রিদের সহযোগিতার জন্য সেখানে ১২ থেকে ১৮ বছরের শিশুরা প্রশিক্ষণ নেয়৷ পরবর্তীতে তাদের অনেকের পাদ্রি হিসেবেও অভিষেক ঘটে৷

অভিযোগপত্রে বলা হয়েছে ২৮ বছরে ফাদার গ্যাব্রিয়েল মার্টিনেলি সেখানে শিক্ষাগ্রহণকালে তার চেয়ে কম বয়সি একজনের উপর যৌন নির্যাতন চালিয়েছেন৷ পরবর্তীতে মার্টিনেলি নিজেও যাজক হিসেবে অভিষিক্ত হন৷ এই ঘটনা জানার পরও সেটি লুকিয়েছিলেন সেইন্ট পায়াস টেন-এর প্রধান ৭২ বছর বয়সি ফাদার এনরিকো রেডিস৷ এমনকি তিনি ইটালিয়ান চার্চের কর্মকর্তাদের কাছে চিঠি লিখে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে৷

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, মার্টিনেলি ১৩ বছর বয়সি একটি শিশুর উপর এক বছর ধরে এই নির্যাতন চালিয়েছেন৷ সেসময় তার বয়স ছিল ১৮ বছর৷

ভুক্তভোগী শিশুর সঙ্গে একই কক্ষে থাকা কামিল জারজেমবোস্কি এই ঘটনার প্রত্যক্ষদর্শী৷ তিনি পোপ ফ্রান্সিস এবং চার্চ কর্তৃপক্ষকে বারবার চিঠি লিখেও তার কোনো জবাব পাননি বলে জানান৷ পরবর্তীতে ২০১৭ সালে ইটালির গণমাধ্যমে তিনি এই তথ্য ফাঁস করেন৷ সে বছরই ভ্যাটিকান ঘটনার তদন্ত শুরু করে৷ ২০১৯ সালে দায়ের করা হয় অভিযোগপত্র ৷

এই বিষয়ে অভিযুক্তরা এখন পর্যন্ত জনসমক্ষে কোনো মন্তব্য করেননি৷ বুধবারও আদালতে তাদের আইনজীবীরাই বক্তব্য রেখেছেন৷ আদালত ২৭ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে৷

এফএস/এসিবি (ডিপিএ, রয়টার্স, এপি)

২০১৮ সালের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান