1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোলা মনের বন্ধু যে ফন্ট

৭ অক্টোবর ২০১৮

পড়ালেখার দুনিয়ায় নতুন চমক৷ বাজারে এসেছে এমন এক ফন্ট, যা স্মৃতিশক্তির বিকাশে এক যুগান্তকারী আবিষ্কার৷

https://p.dw.com/p/36PU3
ছবি: RMIT University / sansforgetica.rmit

অস্ট্রেলিয়ার মেলবোর্নে একদল গবেষক আবিষ্কার করেছেন একটি বিশেষ ফন্ট, যা সাধারণ ফন্টের তুলনায় ৫৭ শতাংশ বেশি কার্যকর বলে তাঁদের দাবি৷

‘সান্স ফরগেটিকা' নামের এই ফন্টটি আবিষ্কার করেছেন আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে মুদ্রণশৈলী ও প্রাণী আচরণ নিয়ে গবেষণারত তিন বিজ্ঞানী৷

চেনা ফন্ট ‘আলবিয়ন' থেকে একটু আলাদা এই ফন্ট দেখতে ভাঙা ভাঙা লাগলেও মস্তিষ্ককে বিশেষভাবে চালিত করে, যার ফলে স্মৃতি হয় দীর্ঘমেয়াদী৷

আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের আচরণভিত্তিক বাণিজ্য গবেষণাগারের পক্ষে ইয়ানেকে ব্লাইলেফেন্স জানান, অন্যান্য সাধারণ ফন্ট মানুষের কাছে বেশির ভাগ ক্ষেত্রে পূর্বপরিচিত হওয়ায় সেই অক্ষরে ছাপা লেখা সেভাবে মনে দাগ কাটে না৷

এইখানেই ‘সান্স ফরগেটিকা' ফন্টটি আলাদা৷ এই ফন্টটি অন্যান্য ফন্টের মতো সাদামাটাও নয়, আবার পাঠকের চোখে খুব বেশি বিজাতীয় ঠেকে না৷ বিজ্ঞানীদের মতে, বৈচিত্র্যহীন, পরিচিত ফন্টের লেখা মস্তিষ্ক তাড়াতাড়ি ভুলে যায়৷ আবার, একদম নতুন কোনো ফন্টের লেখা মস্তিষ্ককে অযথা চমকে দেয় বলেই পাঠ্যের বক্তব্য সহজে ভুলে যাওয়া যায়৷

মূল ফন্ট ‘আলবিয়ন' থেকে কিছু কিছু ক্ষেত্রে এই নতুন ফন্টটি আলাদা হওয়ায় পাঠকের দৃষ্টি সহজে আকর্ষণ করে ও পাঠ্যের বক্তব্যকে মস্তিষ্কের গভীরে পাঠায়৷

অর্থনীতিবিদ জো পেরিম্যান মনে করেন, এই ফন্টটি ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে সাহায্য করতে পারবে৷ তিনি বলেন, ‘‘প্রথমবার কোনো ফন্ট ডিজাইন থিওরির সাথে মনোবিজ্ঞান তত্ত্বের নীতিকে মিশিয়ে তৈরি করা হয়েছে, যা অত্যন্ত বাস্তবসম্মত৷''

৪০০ ছাত্র-ছাত্রীকে নিয়ে করা একটি সমীক্ষায় দেখা গেছে যে, এই ফন্ট ব্যবহার করার ফলে তাঁদের ধারণক্ষমতা সম্পূর্ণরূপে না হলেও লক্ষ্যনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে৷

অন্যান্য ফন্টে লেখা শব্দ মনে রাখতে পেরেছেন সমীক্ষায় অংশ নেয়া ছাত্র-ছাত্রীদের ৬১ শতাংশ৷ অন্যদিকে, ‘সান্স ফরগেটিকা' ফন্টের লেখা মনে রেখেছেন ৬৯ শতাংশ ছাত্র-ছাত্রী৷

আরেকটি অনলাইন সমীক্ষায় ৩০৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যেখানে অংশগ্রহণকারীদের ৫৭ শতাংশ ‘সান্স ফরগেটিকা' ফন্টের লেখা মনে রাখতে সক্ষম হয়৷ বিপরীতে, অতি পরিচিত ‘এরিয়াল'  ফন্টে লেখা একই শব্দ মনে রাখেন মোট শিক্ষার্থীদের ৫০ শতাংশ৷

মুদ্রণশৈলী তথা শিক্ষাজগতে এই আবিষ্কার যে ভবিষ্যতে আলোড়ন তুলবেই, তা আলাদা করে বলে দিতে হয় না৷

অ্যালিস্টেয়ার ওয়ালশ/এসএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য