1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেনেজুয়েলার কারাগারে  জার্মান সাংবাদিক

১৪ ডিসেম্বর ২০১৮

গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে জার্মান ‘ডানপন্থি সাংবাদিক' বিলি জিক্সকে কারাগারে পাঠিয়েছে ভেনেজুয়েলা প্রশাসন৷  জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয় বিলি সিক্সের গ্রেফতারের খবর নিশ্চিত করেছে৷

https://p.dw.com/p/3A60x
Berlin: Billy Six nimmt an einer PK teil
ছবি: picture-alliance/AP/M. Schreiber

বিলি জিক্স বার্লিনভিত্তিক ‘ইয়ুঙ্গে ফ্রাইহাইট' পত্রিকার সাংবাদিক৷ পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়,  তাঁকে স্থানীয় জার্মান কনস্যুলেট প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত৷

এদিকে বিলি জিক্সের গ্রেফতারের ঘটনায় মুক্ত গণমাধ্যম বিষয়ক সংগঠনগুলো নিন্দা জানিয়েছে৷ অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানিয়ে সংগঠনগুলো বলেছে, দলমত নির্বিশেষে সবার ব্যক্তিগত মত প্রকাশের অধিকার রয়েছে৷   

ইয়ুঙ্গে ফ্রাইহাইট পত্রিকার প্রধান সম্পাদক ডিটার স্টাইন ডয়েচে ভেলেকে বলেন, ‘‘বৈশ্বিক সংকট নিয়ে বিলি জিক্স যেসব প্রতিবেদন করেছেন সেগুলো ভীষণ প্রশংসিত হয়েছিল৷ আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তাঁর মুক্তির জন্য চেষ্টা করবো৷ তাঁর পরিবার ও তাঁকে মুক্ত করতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সকল প্রয়াসের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে৷''

বিলি জিক্স এ মুহূর্তে কোথায়, কেমন আছেন তা পররাষ্ট্রমন্ত্রণালয় এখনো জানতে পারেনি৷ ভেনেজুয়েলার এনজিও এসপ্যাসিও পুবলিকোর কর্মকর্তা জেরার্ডো মোরনের বরাত দিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার জানিয়েছে, বিলিকে গুপ্তচরবৃত্তি, বিদ্রোহে ইন্ধন ও অনধিকার প্রবেশের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে৷ তিনি ভেনেজুয়েলায় মাদক পাচার, মানব পাচার, আমদানি-রফতানি নিষিদ্ধ পণ্য পাচারসহ স্থানীয় অপরাধ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন৷

লুইস স্যান্ডার্স/এফএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য