1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেনিস উৎসবের জন্য ২২টি ছবি মনোনীত, থাকছেন না পোলানস্কি

৩০ জুলাই ২০১১

জর্জ ক্লুনি, ম্যাডোনা এবং আল পাসিনোর ছোঁয়ায় সমৃদ্ধ হতে যাচ্ছে এ বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবের লাল গালিচা৷ তবে ভেনিস উৎসবে যাচ্ছেন না কিংবদন্তি পরিচালক রোমান পোলানস্কি৷ কারণ আটক এবং যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের আশঙ্কা৷

https://p.dw.com/p/126fh
ভেনিসের ‘স্বর্ণ সিংহ' পদকছবি: AP

এবারের ভেনিস আসরে ২২ টি ছবির আন্তর্জাতিক মহরত হতে যাচ্ছে বলে জানালেন আয়োজকরা৷ জাপানি পরিচালক সিওন সোনোর জনপ্রিয় মাঙ্গা ধারার ছবি ‘হিমিঝু'সহ ২২ টি ছবির লড়াই হবে ‘স্বর্ণ সিংহ' পদকের জন্য৷ ৬৮তম ভেনিস উৎসবের উদ্বোধনী দিনে থাকছে জর্জ ক্লুনির চতুর্থ ছবি ‘দ্য আইডিয়াস অফ মার্চ'৷ উদ্বোধনী অনুষ্ঠানে স্বনামধন্য অভিনেতা রায়ান গসলিং, ফিলিপ সিমার হফম্যান এবং ইভান রাশেল উড সহ পরিচালক ক্লুনি নিজে হাজির থাকবেন বলে জানা গেছে৷ উল্লেখ্য, হলিউডের হৃদয় ছোঁয়া ক্লুনির সৃষ্টি ‘গুডনাইট অ্যান্ড গুড লাক' ছবিটি ২০০৫ সালে ভেনিসে সেরা স্ক্রিনপ্লে এবং সেরা অভিনেতার পদক পেয়েছিল৷

এদিকে, এবারের ভেনিস উৎসবে ক্লুনির সঙ্গী কে হতে পারেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ইতিমধ্যেই৷ কারণ গত জুন মাসেই শেষ বান্ধবী এলিজাবেটা ক্যানালিসের সাথে সম্পর্কের ইতি ঘটিয়েছেন এই ৫০ বছর বয়সি ছবি নির্মাতা৷ মাত্র দু'বছরের সম্পর্কের পর ৩২ বছর বয়সি ইটালিয়ান সুন্দরীর সাথে বিচ্ছেদ ঘটেছে ক্লুনির৷ তাই ভেনিসের লাল গালিচায় এবার ক্লুনির পাশে কে থাকছেন তা নিয়ে বেশ উদ্বেগের সাথে প্রতীক্ষায় রয়েছে ভক্তরা৷

Flash-Galerie Oscar Nominierungen 2010
উদ্বোধনী দিনে থাকছে জর্জ ক্লুনির চতুর্থ ছবি ‘দ্য আইডিয়াস অফ মার্চ'ছবি: AP

২০১১ সালের ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘এ ড্যাঞ্জারাস মেথড' ছবি নিয়ে প্রতিযোগিতায় নামছেন ক্যানাডীয় পরিচালক ডেভিড ক্রোনেনব্যার্গ৷ তাঁর এ ছবিতে অভিনয় করেছেন কেইরা নাইটলি, মাইকেল ফ্যাসবেন্ডার এবং ভিন্সেন্ট ক্যাসেলের মতো নামিদামি তারকারা৷ এছাড়া ভেনিসে এবার হাজির থাকছে খ্যাতিমান পরিচালক রোমান পোলানস্কির ছবি ‘কার্নেজ'৷ ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন জডি ফস্টার এবং কেটি উইন্সলেট৷ তবে আইনগত জটিলতার কারণে ভেনিসে এবারও যাচ্ছেন না পরিচালক পোলানস্কি বলে জানালেন উৎসবের পরিচালক মার্কো ম্যুলার৷

বলা বাহুল্য, এই পোলিশ পরিচালকের বিরুদ্ধে ১৯৭৭ সালের একটি যৌন হয়রানির অভিযোগ দাঁড় করিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ফলে ভেনিস গেলে সেখানে তাঁকে আটক করে মার্কিন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হতে পারে এমন আশঙ্কা থেকেই তাঁর ভেনিস উৎসবে না যাওয়ার সিদ্ধান্ত৷ কারণ একই কারণে ২০০৯ এবং ২০১০ সালে বেশ কয়েকমাস সুইজারল্যান্ডে আটক ছিলেন তিনি৷ অবশ্য পরে মুক্তি পেয়ে ফ্রান্সে অবস্থান করছেন পোলানস্কি৷

যাহোক, অ্যামি ক্যানান ম্যানের ‘টেক্সাস কিলিং ফিল্ডস' এবং টড সলঞ্জ-এর ‘ডার্ক হর্স' সহ পাঁচটি মার্কিন ছবি থাকছে ভেনিসে৷ এছাড়া থাকছে ফ্যাসবেন্ডারের অভিনয়ে স্টিভ ম্যাককুইন্সের ছবি ‘শেম' সহ তিনটি ব্রিটিশ ছবি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক