1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার পাশে দাঁড়াতে রাশিয়ার ‘সহযোগিতা’ চায় জার্মানি

৭ ফেব্রুয়ারি ২০২৩

ভূমিকম্পে দুর্গতদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে সিরিয়াকে দ্রুত রাজি করানো দরকার বলে মনে করে জার্মানি৷ তাই রাশিয়ার প্রতি সিরিয়াকে চাপ দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক৷

https://p.dw.com/p/4NCEI
অস্ত্র পাশে রেখে ভূমিকম্প-দুর্গত অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ নেয়ার আহ্বান জানান জার্মানির পররাষ্ট্রমন্ত্রী
অস্ত্র পাশে রেখে ভূমিকম্প-দুর্গত অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ নেয়ার আহ্বান জানান জার্মানির পররাষ্ট্রমন্ত্রীছবি: Kira Hofmann/photothek/IMAGO

সোমবারের ভূমিকম্পের পর তুরস্কের আহ্বানে সাড়া দিয়ে দেশটিতে মানবিক সহায়তা ও উদ্ধারকারী দল পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ কিন্তু সিরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷ দেশটির ভূমিকম্প দুর্গতদের সহায়তা করতে তাই আসাদ সরকারের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা উচিত বলে মনে করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক৷ বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়াসহ সব আন্তর্জাতিক পক্ষের সিরীয় শাসন ব্যবস্থার উপর চাপ প্রয়োগ করা উচিত যাতে দুর্গতদের কাছে সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা যায়৷’’

তার মতে অস্ত্র পাশে রেখে ভূমিকম্প-দুর্গত এই অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য সমস্ত উদ্যোগ নেয়া এখন গুরুত্বপূর্ণ৷

ভূমিকম্পে সিরিয়ায় যুদ্ধবিধ্বস্ত ইদলিব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বহু মানুষ সেখানে এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে৷ এমন অবস্থায় প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ বলে স্মরণ করিয়ে দেন বেয়ারবক৷

সিরিয়ার সঙ্গে জার্মানির আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও আন্তর্জাতিক এনজিওগুলোর মাধ্যমে সহায়তা পাঠিয়েছে বার্লিন৷ মাল্টেসের ইন্টারন্যাশনাল নামের একটি সহায়তা সংস্থাসহ আরো কয়েকটি সংগঠনের মাধ্যমে সেখানে কয়েক লাখ ডলারের সহায়তা দেয়া হবে বলে ঘোষণা করেন বেয়ারবক৷

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে মিত্র হিসেবে বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া৷ অন্যদিকে বিদ্রোহীদের সমর্থন দেয় তুরস্ক৷

এফএস/এসিবি (রয়টার্স)

তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ছুঁতে চলেছে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য