1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধুর হত্যাকারী ভারতে আটক

২০ এপ্রিল ২০২০

ভারতে আটক বঙ্গবন্ধুর আরেক হত্যাকারী মোসলেম উদ্দিন৷ তবে তার আটকের বিষয়ে ভারত-বাংলাদেশ কোনো পক্ষই স্পষ্ট করে কিছু জানাচ্ছে না৷

https://p.dw.com/p/3bAQV
ছবি: Journey/M. Alam

ভারতে আটক হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক হত্যাকারী রিসালদার মোসলেম উদ্দিন৷ ভারতের একটি সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে ভুয়া ডাক্তার সেজে এতদিন বসবাস করেছেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডে অংশ নেয়া এই সাবেক সেনাসদস্য৷ বাংলাদেশের গোয়েন্দাদের কাছ থেকে এমন তথ্য পাওয়ার পরে ভারতীয় গোয়েন্দারা তাকে আটক করে৷

তবে এই মুহূর্তে মোসলেম উদ্দিন কাদের হেফাজতে আছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ ভারতের একটি সূত্র জানাচ্ছে, শুক্রবার রাতে তাকে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ আবার অন্য সূত্রের দাবি, ভারতেই তাকে জেরা করা হচ্ছে৷ এদিকে সংবাদমাধ্যমকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ''আমরা সরকারিভাবে বিষয়টি জানি না৷ আমি আমার অফিসকে বলেছি এ বিষয়ে বিস্তারিত খবর নিতে৷'' এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি৷ তবে ভারতের তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হচ্ছে না৷

ডয়চে ভেলেকে ভারতের এক সূত্র জানিয়েছে, বহু দিন ধরেই পরিচয় গোপন করে ঠাকুরনগর অঞ্চলে চিকিৎসক পরিচয়ে বসবাস করছিলেন বঙ্গবন্ধুর অন্যতম হত্যাকারী রিসালদার মোসলেম উদ্দিন৷ ইউনানি ডাক্তার হিসেবে এলাকায় যথেষ্ট পরিচিতিও তার ছিল৷

বঙ্গবন্ধুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মাজেদের ফাঁসি সম্প্রতি কার্যকর হয়েছে৷ মাজেদও ভারতে গা ঢাকা দিয়ে ছিলেন৷ ভারতের একটি সংবাদপত্রের দাবি, সূত্র মারফত তারা জানতে পেরেছে, আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার খবর পেয়ে মোসলেম উদ্দিনও গা-ঢাকা দিয়েছিলেন৷

এসজি/এসি (বিডি নিউজ)