1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিডিও ভাইরাল, জরিমানা দেড় লাখ মার্কিন ডলার

২৮ মে ২০১৯

নতুন গাড়ি কিনে চালাতে গিয়েই ঘটলো বিপত্তি৷ কিন্তু তার দায় নিতে চায়নি গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান৷ ক্ষুব্ধ ক্রেতা তখন ভিডিওতে জানালেন প্রতিক্রিয়া৷

https://p.dw.com/p/3JGcK
Russland Yesipovo - Mercedes-Benz Fabrik
ছবি: picture-alliance/dpa/TASS/S. Bobylev

চীনের একটি গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানকে ক্রুটিযুক্ত গাড়ি বিক্রির দায়ে প্রায় দেড় লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে৷ এক ক্ষুব্ধ ক্রেতা প্রতিষ্ঠানটির সেবার মান নিয়ে অসন্তুষ্টি প্রকাশের ভিডিও ভাইরাল হয়ে গেলে বিপাকে পড়ে প্রতিষ্ঠানটি৷

সাংশিতে বসবাসরত জিয়ান লেজিক্সিং তাঁর নতুন গাড়ি থেকে ‘তেল লিক' হতে শুরু করলে গাড়ি বিক্রেতার কাছে বিষয়টি জানতে চান৷ কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেটি ঠিক করতে শুরুর দিকে গড়িমসি শুরু করলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন৷ এরপর গাড়ির বনেটে বসে তিনি যখন প্রতিবাদ করছিলেন তখন সেই দৃশ্য কেউ একজন ভিডিও করে ইন্টারনেটে প্রকাশ করেন৷

এপ্রিলে প্রকাশিত সেই ভিডিওটি দ্রতই ভাইরাল হয়ে যায়৷ ভিডিওটি ভোক্তা অধিকার নিয়ে নতুন এক বিতর্ক সৃষ্টি করে৷ আর পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি বিক্রিতা প্রতিষ্ঠান জিয়ানের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেয়৷ তাঁকে সেই গাড়ি বদলে নতুন আরেকটি গাড়ি দেয়ার পাশাপাশি দশ বছরের জন্য ভিআইপি সেবা প্রদান এবং গাড়ি কেনার সময় আরোপ করা ‘ফিনান্সিয়াল সার্ভিস ফি' প্রত্যাহার করে নেয়৷

এআই/এসিবি    

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য