1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘ভাষা, কখনো কখনো ভয়…কালো ভয়!''

১৯ ফেব্রুয়ারি ২০১৯

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে একটি বিজ্ঞাপন নির্মাণ করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড৷ এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি৷

https://p.dw.com/p/3Ddkj
Bangladesch The Ekushey Book Fair
ছবি: DW/M. Mamun

মাত্র দুই মিনিটের একটি বিজ্ঞাপন৷ কিন্তু এর বার্তা ভীষণ শক্তিশালী৷ ছোট্ট এক শিশু বলছে ভাষাকে সে কীভাবে দেখে৷ বলা, না বলা, ভালো লাগা, না লাগা, কষ্ট, বেদনা, ঘৃণা, ভালোবাসা সব প্রকাশের ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে৷ শিশুটি বলছে, ভাষা তার কাছে ছবির মতো৷ এরপর নানা ঘটনার মধ্য দিয়ে দেখানো হয়েছে, কোন ভাষা দিয়ে সে কী ধরণের ছবি আঁকে৷ সেখানে উঠে এসেছে অপমানজনক কথা, ঘৃণার কথা, বাজে কথা, অসম্মানজনক কথা৷ কোনটাকে সে ভালো ছবি বলেছে, কোনটা বলেছে ভয়ের কথা৷ বাকিটা জানতে দেখুন ভিডিওটি৷

এই ভিডিওটি তাদের ফেসবুক পাতায় পোস্ট করেছে ১৭ ফেব্রুয়ারি৷ এরই মধ্যে এটি দেখা হয়েছে প্রায় ৫ লাখ বার৷ শেয়ার হয়েছে ৮ হাজার ৮০০ বার৷

অনেকেই মন্তব্যে লিখেছেন, ‘‘সাধারণ মানুষের বলতে না পারা মনের ভাষা৷ দোয়া করি সব সময় আপনারা এ ভাবে আমাদের ভুলগুলো তুলে ধরবেন৷''

এপিবি/জেডএইচ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য