1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের সবচেয়ে বড় শায়িত বুদ্ধমূর্তি তৈরি হচ্ছে

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৫ মে ২০২১

কলকাতার উপকন্ঠে বরানগর ঘোষপাড়ার নৈনান বান্ধব সমিতির মাঠে তৈরি হচ্ছে একশো-ফুট লম্বা শায়িত বুদ্ধের মূর্তি৷ ‘বুদ্ধ ওয়েলফেয়ার মিশন’এর তরফে ভারতের এই সর্ববৃহৎ শয়নবুদ্ধের মূর্তিটি তৈরির বরাত পেয়েছেন কুমোরটুলির নামজাদা ভাস্কর মিন্টু পাল৷ মূর্তিটি স্থাপিত হবে বিহারের বুদ্ধগয়ায়৷ বর্তমানে কুমোরটুলি ফাইবার গ্লাসের মূর্তি তৈরিতে যে খ্যাতি ও দক্ষতা অর্জন করেছে, তার অনেকটাই ভাস্কর মিন্টু পালের সৌজন্যে৷

https://p.dw.com/p/3ttdF