1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের লোকসভা নির্বাচনে অর্থনীতির প্রভাব

২৮ এপ্রিল ২০০৯

অর্থনৈতিক সংস্কার, মূল্যবৃদ্ধি, শিল্পের জন্য জমি অধিগ্রহণ – অর্থনীতির সঙ্গে যুক্ত এমন অনেক বিষয়ই এবারের নির্বাচনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা পালন করছে৷

https://p.dw.com/p/HfwL
সিঙ্গুর-কাণ্ডের পর কৃষিজমি অধিগ্রহণ অত্যন্ত বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছেছবি: DW

ভারতের বিগত লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি দলের নেতৃত্বে এনডিএ জোট ‘ইন্ডিয়া শাইনিং' স্লোগানকে সম্বল করে তাদের আমলে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তুলে ধরার চেষ্টা করেছিল৷ কিন্তু দেশের অসংখ্য মানুষ সেই উন্নতির সুফল না পেয়ে শাসক জোটকে আর ক্ষমতায় ফেরান নি৷ ক্ষমতায় এসে কংগ্রেসের নেতৃত্বে ইউ পি এ জোট দেশের সাধারণ মানুষের স্বার্থের প্রতি আরও মনোযোগ দেওয়ার অঙ্গীকার করেছিল৷ কংগ্রেসের আমলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব ভারতের উপর তেমন বড় আকারে পড়ে নি৷ সংগঠিত শিল্প বা বাণিজ্যের কিছু ক্ষেত্রের উপরেই এই মন্দার কুপ্রভাব দেখা গেছে৷ কিন্তু পশ্চিমবঙ্গে সিঙ্গুর-নন্দিগ্রামের ঘটনার আলোকে কৃষি ও শিল্পের মধ্যে ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে৷ এখন প্রশ্ন হল, চলমান এই লোকসভা নির্বাচনের প্রচারাভিযানে অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি কতটা প্রাধান্য পাচ্ছে?

প্রতিবেদক: সঞ্জীব বর্মন, সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য