1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের বিক্ষোভে কমপক্ষে ১৬ জনের মৃত্যু

২১ ডিসেম্বর ২০১৯

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভে শনিবার উত্তর প্রদেশে তিনজনের মৃত্যু ঘটেছে৷ দেশজুড়ে অব্যাহত প্রতিবাদে এ নিয়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে৷

https://p.dw.com/p/3VC0Y
Indien Neu-Delhi Protest gegen Staatsbürgerschaftsgesetz
ছবি: picture-alliance/Xinhua/J. Dar

ভারতের উত্তর প্রদেশে শনিবার বিক্ষোভে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ৷ শুক্রবার থেকে এ পর্যন্ত রাজ্যটিতে নয়জন মারা গেছেন৷ উত্তর প্রদেশের প্রধান পুলিশ কর্মকর্তা ও পি সিং জার্মান বার্তা সংস্থা ডিপিএকে বলেছেন, সব মিলিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদে দেশজুড়ে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করেন তিনি৷ 

এদিকে বার্তা সংস্থা এপি মোট ১৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে৷ আর এএফপি বলছে, শনিবার পর্যন্ত ২০ জন মারা গেছেন৷ উত্তর প্রদেশে শুক্রবারের সহিংসতায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তারা, যার মধ্যে আট বছরের এক শিশুও রয়েছে৷ জেলা পুলিশ প্রধান এএফপিকে জানিয়েছেন সেখানকার শহর বারানসিতে শিশুসহ প্রায় আড়াই হাজার মানুষ একটি মিছিল বের করে৷ পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে৷ এসময় পদদলিত হয়ে শিশুটির মৃত্যু ঘটে বলে দাবি করেন তিনি৷

এদিকে উত্তর প্রদেশ ছাড়াও শনিবার বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে কলকাতা, চেন্নাই, পাটনা, কোচিসহ বিভিন্ন জেলায়৷    

প্রতিবাদ অব্যাহত আছে আসামেও৷ কয়েকশো মানুষ বিক্ষোভ করেছেন রাজধানী গৌহাটিতে৷ ১০ দিন বন্ধ রাখার পর সেখানে ইন্টারনেট খুলে দেয়া হয়েছে৷

Indien Proteste gegen Staatsbürgerschaftsgesetz
দিল্লি থেকে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশছবি: Reuters/D. Siddiqui

এদিকে শুক্রবার সন্ধ্যায় রাজধানী নতুন দিল্লিতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে৷ সেখান থেকে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে আটজনের বয়স ছিল ১৮ বছরের নীচে৷

দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে শুক্রবার গণমাধ্যমগুলোর কাছে একটি নির্দেশনা পাঠানো হয়৷ তাতে সম্প্রচার মাধ্যমগুলোকে সহিংসতা উস্কে দিতে পারে এমন কিছু প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে৷

মাহাথির মোহাম্মদের নিন্দা

কুয়ালালামপুরে ইসলামিক সম্মেলনের সমাপনী বক্তব্যে ভারতের নতুন নাগরিকত্ব আইনের সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ৷ ভারতকে অসাম্প্রদায়িক রাষ্ট্র উল্লেখ করে দেশটিতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিবেচনা করা হয় এমন কিছু না করার আহবান জানান তিনি৷ বলেন, কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে মুসলমানদেরকে নাগরিকত্বের বাইরে রাখারে বিষয়টি অন্যায্য৷

এফএস/জেডএ (ডিপিএ, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান