1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের কেন্দ্রীয় বিদ্যালয়ে জার্মান ভাষা কার্যক্রম শুরু

৩ অক্টোবর ২০১১

ভারতের কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থার আওতাধীন বিদ্যালয়গুলোতে জার্মান ভাষা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে৷ ইতিমধ্যে ২০০ বিদ্যালয়ে চলছে এই কার্যক্রম৷ আরো বিদ্যালয়ে অচিরেই তৃতীয় বিদেশি ভাষা হিসেবে জায়গা পাবে জার্মান ভাষা৷

https://p.dw.com/p/12kl5
জার্মান ভাষার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছেছবি: picture-alliance/dpa

ভারতের কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থা (কেভিএস) এবং গ্যোটে ইন্সটিটিউট/মাক্স ম্যুলার ভবন এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে গত ২৩ সেপ্টেম্বর৷ এই স্মারক অনুযায়ী ভারতে কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থার নিয়ন্ত্রণাধীন সহস্রাধিক বিদ্যালয়ে জার্মান ভাষা প্রশিক্ষণ প্রদান করা হবে৷

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘মিনিস্টার অব স্টেট' কর্নিলিয়া পিপার এর ভারত সফরে এই সমঝোতা স্মারক সাক্ষরিত হয়৷ ভারতে জার্মান বর্ষ উদ্বোধন উপলক্ষ্যে সেদেশ সফর করেন পিপার৷ নতুনদিল্লিস্থ জার্মান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসব তথ্য৷

নতুন দিল্লীর মাক্স ম্যুলার ভবন এবং কেভিএস এর মধ্যে গত তিন বছর ধরেই জার্মান ভাষা চালু প্রসঙ্গে আলোচনা চলছিল৷ ২০০৯ সালে কেভিএস তাদের পাঠ্যসূচিতে জার্মান ভাষা সংযোজনের সিদ্ধান্ত নেয়৷ এসংক্রান্ত প্রাথমিক পরীক্ষানিরীক্ষা ব্যাপক সাফল্য পায়৷ কেভিএস এর শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশ বিদেশি ভাষা হিসেবে জার্মানকে বেছে নিতে মনঃস্থির করে৷ শিক্ষার্থীদের ব্যাপক সাড়ার প্রেক্ষিতে কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থা ২০১১ সালে তাদের পাঠ্যসূচিতে তৃতীয় বিদেশি ভাষা হিসেবে জার্মান এবং সংস্কৃত'র বিকল্প হিসেবে জার্মান ভাষা যোগ করে৷

ইতিমধ্যে কেভিএস এর প্রায় ২০০ বিদ্যালয়ে জার্মান ভাষা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে৷ এসব বিদ্যালয়ে ১০,০০০ এর বেশি শিক্ষার্থী জার্মান ভাষা শিখছে৷ সমঝোতা স্মারক স্বাক্ষরের হওয়ায় আগামী বছর নাগাদ আরো বিদ্যালয়ে জার্মান প্রশিক্ষণ শুরু হবে বলে আশা করা হচ্ছে৷

Goethe-Institut Bangalore
গ্যোটে ইন্সটিটিউট/মাক্স ম্যুলার ভবনছবি: DW/ Werner Bloch

সমঝোতা স্মারকে পাঠ্যসূচিতে জার্মান ভাষা যোগ ছাড়াও শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষায়তনিক সহযোগিতা, শিক্ষা সামগ্রী সরবরাহের বিষয় অন্তর্ভূক্ত রয়েছে৷ ইতিমধ্যে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমও শুরু হয়েছে৷ ক্রমান্বয়ে শিক্ষকরা যাতে স্বাধীনভাবে এই ভাষা শিক্ষাদানে সমর্থ হন সে উদ্যোগও নেওয়া হচ্ছে৷ এক্ষেত্রে মাক্স ম্যুলার ভবন পরামর্শকের ভূমিকা পালন করবে৷

গ্যোটে ইন্সটিটিউট/মাক্স ম্যুলার ভবন এর আঞ্চলিক পরিচালক হাইকো সিভার্স এবং কেভিস এর কমিশনার অবিনেষ দিক্ষিত দুই পক্ষের মধ্যে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন৷ এসময় উপস্থিতি ছিলেন জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘মিনিস্টার অব স্টেট' কর্নিলিয়া পিপার এবং ভারতের জনশক্তি বিষয়ক মন্ত্রণালয়ের ‘মিনিস্টার অব স্টেট' ই. আহমেদ৷

বলাবাহুল্য, জার্মান ভাষা শিক্ষায় সহযোগিতা প্রদান করে গ্যোটে ইন্সটিটিউট/মাক্স ম্যুলার ভবন৷ যেসব সংস্থা বিদেশি ভাষা হিসেবে জার্মান ভাষা চালুর উদ্যোগ গ্রহণ করে সেসব সংস্থাকে সাংগঠনিক এবং শিক্ষায়তনিক সহযোগিতা প্রদান করে এটি৷

অন্যদিকে, কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থার আওতায় বর্তমানে ১০৮৫টি বিদ্যালয় রয়েছে৷ এর মধ্যে ১০৮১টি বিদ্যালয়ের অবস্থান ভারতের বিভিন্ন রাজ্যে৷ আর চারটি বিদ্যালয় ভারতের বাইরে বিভিন্ন দেশে রয়েছে৷ মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা এই বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়৷ যেহেতু সরকারি চাকুরেরা কাজের প্রয়োজনে নিয়মিত বিভিন্ন স্থানে বদলি হন, তাই তাদের সন্তানদের একই ধরনের পাঠ্যসূচি এবং একই ধরনের ব্যবস্থায় শিক্ষা প্রদানের উদ্যোগ হিসেবে কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থা কাজ করছে৷ তবে এই বিদ্যালয়ে অন্য শিক্ষার্থীরাও শিক্ষা গ্রহণ করতে পারেন৷ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রদান করা হয় কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে৷ 

উল্লেখ্য, ডয়চে ভেলে বাংলা বিভাগও রেডিও এবং ইন্টারনেটে জার্মান ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে৷ রেডিওতে নিয়মিত ভাষা শিক্ষা অনুষ্ঠান প্রচার করা হয়৷ ভাষা শিক্ষার আসর রেডিও ডি এক্ষেত্রে উল্লেখযোগ্য৷ ইন্টারনেটে এই কার্যক্রম আরো বেশি সাবলীল৷ ইন্টারঅ্যাকটিভ ভাষা শিক্ষা ব্যবস্থায় জার্মান ভাষার বিভিন্ন পর্যায় পর্যন্ত শিক্ষাগ্রহণ সম্ভব৷ যারা সবে মাত্র জার্মান শিখতে শুরু করেছেন, বা ভাল জার্মান বলতে পারেন কিংবা পেশাক্ষেত্রে এই ভাষার প্রয়োজন, তারা সবাই ইন্টারনেটে ভাষা শিক্ষার কার্যক্রমে অংশ নিতে পারেন৷ ডয়চে ভেলে সম্পূর্ণ নিখরচায় এই সেবা প্রদান করছে৷ এসম্পর্কে আরো জানতে ভিজিট করুন dw-world.de/bengali ঠিকানা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য