1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জল সত্যাগ্রহ’

১২ সেপ্টেম্বর ২০১২

ভারতে নর্মদা নদীর ওপর ইন্দিরা সাগর বাঁধের মাত্রা বেশি হওয়ায় যেসব গ্রামবাসীর জমি ভেসে গেছে, তাঁরা বিকল্প জমি এবং ক্ষতিপূরণের দাবিতে গত দু সপ্তাহ ধরে গলা জলে দাঁড়িয়ে জল সত্যাগ্রহ করে চলেছে৷

https://p.dw.com/p/167Ll
ছবি: picture-alliance/dpa

মধ্যপ্রদেশে নর্মদা নদীর ওপর বহুমুখী ইন্দিরা সাগর বাঁধের জলের মাত্রা বেশি হওয়ায় পার্শ্ববর্তী বেশ কিছু গ্রামের জমি জলে ডুবে গেছে৷ জলের মাত্রা কম করার দাবিতে গত দু'সপ্তাহ ধরে ঐসব গ্রামের নারী পুরুষ গলা জলে দাঁড়িয়ে এক অভিনব উপায়ে প্রতিবাদ জানাতে থাকে যাকে বলা হচ্ছে জল সত্যাগ্রহ৷ প্রতিবাদকারী এবং স্বেচ্ছাসেবীদের দাবি, প্রথমে জলের মাত্রা ২৬২ মিটার থেকে কমিয়ে করতে হবে ২৬০ মিটার৷ ডুবে যাওয়া জমির বিকল্প জমি, পুনর্বাসন এবং ক্ষতিপূরণ৷

দু'সপ্তাহ ধরে জলে থাকায় তাঁরা অসুখে পড়তে পারে ভেবে মধ্যপ্রদেশের বিজেপি সরকার পুলিশ দিয়ে আজ তাঁদের জোর করে জল থেকে তুলে আনে৷ প্রতিবাদস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়৷ জারি করা হয় ঐসব এলাকায় ১৪৪ ধারা৷

এই ধরপাকড়ের প্রতিবাদে সোচ্চার হয় রাজ্যের বিরোধী কংগ্রেস নেতাকর্মীরা৷ বিজেপি এখানে তুঘলকি শাসন চালাচ্ছে৷ জল জঙ্গলে জারি করেছে ১৪৪ ধারা৷ সত্যাগ্রহীদের ওপর চলছে পুলিশের জুলুমবাজি৷ রাতের বেলায় গ্রামের পুরুষদের মারতে মারতে এবং মহিলাদের টেনে হিঁচড়ে নিয়ে যায়৷ কোথায় নিয়ে যায়, কেউ জানে না৷ কংগ্রেস পার্টি গ্রামবাসীদের পাশে আছে, যাতে ওরা ন্যায়বিচার পায়৷

বিজেপি বিধায়করা বলেন, দলের লোক ওদের সঙ্গে কথা বলেছে৷ মুখ্যমন্ত্রী এক মন্ত্রী কমিটি গঠন করেছেন৷ সমস্যার মীমাংসা হয়ে গেছে, তবু যদি কারোর কোন অভিযোগ থাকে তাহলে তাঁরা কমিটির কাছে তা জানাতে পারে৷

উল্লেখ্য, অন্য একটি গ্রামের বাসিন্দাদের জল সত্যাগ্রহের জেরে সরকার সেখানকার জলাধারের জলের মাত্রা ১৯০.৫ মিটার থেকে কমিয়ে ১৮৯ মিটার করতে বাধ্য হয়৷ মুখ্যমন্ত্রীর মতে এই সিদ্ধান্তের ফলে ২০ হাজার জমি সেচের জল পাবেনা৷ ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কম হবে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য