1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের আধ্যাত্মিক নেতা সত্য সাঁই বাবা আর নেই

২৪ এপ্রিল ২০১১

দীর্ঘ রোগ ভোগের পরে ভারতের আধ্যাত্মিক নেতা সত্য সাঁই বাবা রবিবার পরলোক গমন করেছেন৷ তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর৷ হৃদযন্ত্র এবং শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যার কারণে দক্ষিণাঞ্চলীয় শহর পুট্টাপার্থীর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন৷

https://p.dw.com/p/1138H
সত্য সাঁই বাবার একাশিতম জন্মদিনে এই গুরুর পাশে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামছবি: AP

জনপ্রিয় ঐ গুরুর লাখ লাখ ভক্ত ছড়িয়ে আছে বিশ্বব্যাপী৷ যাদের মধ্যে রয়েছেন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, এবং সেলিব্রিটি৷ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁর অবস্থা সংকটাপন্ন ছিল৷ তাঁর মৃত্যুর খবর পাবার পরে দক্ষিণাঞ্চলের অন্ধ্র প্রদেশের নিজ শহর পুট্টাপার্থীর ইন্সটিটিউট অফ হায়ার মেডিক্যাল সায়েন্সেস হসপিটালে তাঁর হাজার হাজার ভক্ত ছুটে যান৷ শোকাহত জনতার ভীড় ঠেকাতে পুলিশ ব্যারিয়ার ব্যবহার করে৷ সাঁই বাবার মৃত্যুর খবর ঘোষণার পরে জনগণকে শান্ত থাকার জন্যে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়৷

হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সাঁই বাবা আর আমাদের মধ্যে জীবিত নেই৷ তিনি সকাল ৭টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন৷ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি৷ জনগণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে সোমবার এবং মঙ্গলবার তাঁর দেহ সংরক্ষণ করা হবে৷''

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সাঁই বাবার রোগমুক্তির জন্যে তাঁর বহু ভক্ত বিশেষ প্রার্থনা করেন এবং পুট্টাপার্থী শহরেই তারা অবস্থান করছিলেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই