1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে শিল্পপতিরা সব নিজস্ব সুরক্ষা বলয়ে

২৯ এপ্রিল ২০২১

ভারতে করোনার বাড়বাড়ন্ত অব্যাহত। তার মধ্যে প্রধান শিল্পপতি, বড়লোকরা ঢুকে পড়েছেন নিজস্ব সুরক্ষা বলেয়র মধ্যে।

https://p.dw.com/p/3sk1Q
ভারতে একটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছে। ছবি: Naveen Sharma/ZUMA Wire/imago images

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭৯ হাজার মানুষ। মারা গেছেন তিন হাজার ৬৪৫ জন। দিল্লি, কর্ণাটক, মহারাষ্ট্রের পর উত্তর প্রদেশেও শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রতিটি রাজ্যের অবস্থাই খারাপ।

তবে এর মধ্যে শিল্পপতি ও দেশের সব চেয়ে সম্পদশালী ধনীরা ঢুকে পড়েছেন নিজেদের সুরক্ষা বলয়ে। অনেকে মুম্বই ছেড়ে নিরাপদ জায়গায় চলে গেছেন। এনডিটিভি জানাচ্ছে, আম্বানি-আদানিরা দিল্লি বা মুম্বইয়ে নেই। আম্বানি সপরিবারে চলে গেছেন জামনগরে। সেখানে রিলায়েন্সের দুইটি তেল শোধনাগার আছে। তবে আম্বানি সেখানে এক হাজার বেডের হাসপাতাল তৈরি করেছেন, যেখানে সাধারণ মানুষ বিনা পয়সায় চিকিৎসা করাতে পারেন। তাছাড়া শোধনাগার থেকে অক্সিজেন সরবরাহ করছে তারা। স্থানীয় একটি সংবাদপত্রের রিপোর্ট, এই সব কাজ দেখার জন্যই মুকেশ আম্বানি জামনগর এসেছেন।

দেশের দ্বিতীয় সব চেয়ে ধনী গৌতম আদানি, তার ছেলে করণ আদানি ও পরিবারের অন্যদের নিয়ে চলে গেছেন আমেদাবাদের সামান্য বাইরে তার বাড়িতে। আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, তারা সৌদি আরব, থাইল্যান্ড, দুবাই থেকে অক্সিজেন আনাচ্ছে।

ইবনফোসিসের সহ প্রতিষ্ঠাতা ও বর্তমানে বেঙ্গাবুরু ভিত্তিক একটি সংস্থার মালিক ক্রিস গোপালকৃষ্ণন জানিয়েছেন, তিনি সপরিবারে সহকর্মীদের নিয়ে বাড়ির ভিতরে আছেন। বাইরে যাচ্ছেন না। ঘরে বানানো খাবার খাচ্ছেন। বাইরের জগতের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন করে দিয়েছেন। ইনফোসিসের আরেক সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকার্নিও তার বেঙ্গালুরু বাড়িতেই আছেন।

তবে অনেক শিল্পপতি সপরিবারে আগেই যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়া চলে গেছেন। বাকিরা বাড়িতে থেকেই তাদের শিল্পসাম্রাজ্য চালাচ্ছেন।  এডুকেশন অ্যাপ বাইজুর প্রধান বাইজু রবীন্দ্রনও বেঙ্গালুরুর বাড়িতে আছেন। তিনি তার কর্মীদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছেন ও সাহায্য করছেন।

ফেসবুক বিতর্ক

কয়েক হাজার পোস্ট আটকে দিয়েছিল ফেসবুক। ওই পোস্টগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফার দাবি করা হয়েছি্ল। 'হ্যাশট্যাগ রিজাইনমোদী' নামে পোস্টগুলি আটকে দিয়েছে ফেসবুক। তারপর এনিয়ে হইচই শুরু হতেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, তারা এরকম কোনো নির্দেশ বা অনুরোধ করেনি। পরে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ভুল করে তারা ওই পোস্ট আটকে দিয়েছিলেন। করোনা মোকাবিলায় ব্যর্থতার জন্য অনেকে ফেসবুকে মোদীর ইস্তফা চাইছেন।

চার ধাম যাত্রা বন্ধ

গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ যাত্রা বন্ধ করার সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার। কিছুদিন আগেও তারা হরিদ্বারে কুম্ভমেলা বন্ধ করতে চায়নি। কিন্তু এখন শিক্ষা নিয়ে তারা চার ধাম যাত্রা বন্ধ করেছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রীর করোনা

করোনায় আক্রান্ত হয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তবে তার জ্বর বা অন্য কোনো উপসর্গ নেই। তিনি বাড়িতেই নিভৃতবাস করছেন।

তবে মহারাষ্ট্রের কংগ্রেস নেতা ও সাবেক সাংসদ রাজীব সাতভকে মহারাষ্ট্রে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভেন্টিলেশনে আছেন।

টিকা নেই

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তার সরকারের হাতে কোনো টিকা নেই। টিকা পেলে তিনি জানাবেন।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল কেন্দ্রকে অবিলম্বে করোনার জন্য জরুরি ওষুধ পাঠাতে বলেছেন। তার রাজ্যে সব ওষুধ শেষ।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই, এনডিটিভি)