1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে নির্বাচন

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২৭ মার্চ ২০১৩

ভারতে নির্ধারিত সময়ের আগেই সাধারণ নির্বাচন হতে পারে – এই রকম একটা জল্পনা চলেছে রাজনৈতিক মহলে৷ তার প্রধান কারণ কেন্দ্রে কংগ্রেস-নেতৃত্বাধীন জোট সরকারের নড়বড়ে অবস্থা৷

https://p.dw.com/p/184a2
ছবি: AP

বিশেষ করে সরকারের ওপর থেকে দুই প্রধান শরিক দল তৃণমূল কংগ্রেস এবং হালে ডিএমকে সমর্থন তুলে নেয়ায়৷

দুই বড় শরিক তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে মনমোহন সিং-এর জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ায় সরকারকে এখন হাঁটতে হচ্ছে ক্র্যাচে ভর দিযে৷ একপাশে মুলায়েম সিং-এর সমাজবাদী পার্টি অন্যপাশে মায়াবতীর বিএসপি৷ সংখ্যার জোর কমে যাওয়ায় আপাতত ঐ দুই দলের সমর্থন ছাড়া গতি নেই৷ এখন প্রশ্ন হচ্ছে, জাতীয় ও আঞ্চলিক দলগুলি কী নির্বাচনের জন্য তৈরি?

এই অবস্থায় সংসদ চালাতে এবং খাদ্য সুরক্ষা বিল, জমি অধিগ্রহণ বিল, লোকপাল বিলের মতো গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে সরকারকে যেভাবেই হোক সমর্থন জোটাতে হবে৷ তাই সমঝোতার বার্তা দিচ্ছে কখনো তৃণমূলের দিকে, কখনো বিহারের নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলের দিকে৷ কারণ ঐ বিলগুলি পাশ না হলে কংগ্রেসের পক্ষে নির্বাচনে যাওয়া রাজনৈতিক অপরিণামদর্শিতা হবে৷ কর্নাটক বিধানসভা ভোটের আগে বিজেপিও তৈরি নয় সংসদীয় নির্বাচনের জন্য৷

তাই তৃতীয় ফ্রন্টের ধ্বনি তুলে ঘোলা জলে মাছ ধরতে ফের আসরে নেমে পড়েছেন সমাজবাদী পার্টির সর্বেসর্বা মুলায়েম সিং৷ তাতে রাজনৈতিক লাভ কী হতে পারে? তাঁর মতে, যেহেতু আগামী নির্বাচনে কোনো দলই একক শক্তিতে সরকার গড়তে পারবে না৷ জোট সরকারই হবে৷ তাই আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট গঠনের পক্ষে সওয়াল করেছেন তিনি৷ সেক্ষেত্রে তৃতীয় ফ্রন্টের নেতা হিসেবে যদি এবার প্রধানমন্ত্রীর গদিটা পাওয়া যায়৷

আঞ্চলিক দলগুলির তৃতীয় ফ্রন্টে প্রাথমিকভাবে বিহার উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের আঞ্চলিক দলগুলি নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে৷ তৃণমূল কংগ্রেসের আস্থা নেই মুলায়েম সিং-এর ওপর৷ রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা ভুলতে পারেনি তৃণমূল ৷

মুলায়েম সিং-এর হম্বিতম্বিতে বিচলিত নয় কংগ্রেস৷ বহুবার তিনি সরকারকে সমর্থনের বিষয়ে হুমকি দিয়েছিলেন, কিন্তু সংকটকালে ঠিক সমর্থন করেছেন সরকারকে৷ যেমন, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ নিয়ে বাইরে লোক দেখানো বিরোধীতা করে সংসদে সরকারের পক্ষে ভোট দিয়েছেন৷ কয়েকদিন আগে কেন্দ্রীয়মন্ত্রী বেণি প্রসাদ ভার্মার কটু মন্তব্যে সমর্থন তুলে নেবার হুমকি দিয়েছিলেন৷ পরে কিল খেয়ে কিল হজমও করেন৷ কাজেই মুলায়েম সিং-এর হুমকি তাঁর রাজনৈতিক দেউলিয়াপনা বলে মনে করছেন পর্যবেক্ষকরা৷

কংগ্রেস মন্ত্রী মণীশ তেওয়ারি মনে করেন, ভারতীয় রাজনীতিতে তৃতীয় ফ্রন্টের ধারণা মরীচিকার মতো৷ ভারতের ভোট রাজনীতির চেহারাটা দেখলে বোঝা যাবে বাস্তবে এর কোনো স্থায়ী ভূমিকা নেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য