1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে ডেল্টা প্লাসে মৃত্যু, ছড়াচ্ছে আতঙ্ক

১৪ আগস্ট ২০২১

মুম্বইয়ে করোনার ডেল্টা প্লাস সংস্করণে প্রথম মৃত্যু হলো। মহারাষ্ট্রে দ্বিতীয়। মহারাষ্ট্রে এখন ১৩ জন ডেল্টা প্লাসে আক্রান্ত। ভারতজুড়ে ৮৫ জন।

https://p.dw.com/p/3ywEU
ভ্যাকসিন কি ডেলটা প্লাসকে ঠেকাতে পারবে?ছবি: Nasir Kachroo/NurPhoto/picture alliance

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ই ডেল্টার প্রকোপ দেখেছিল ভারত। কিন্তু এবার ডেল্টা প্লাসের সংক্রমণ শুরু হলো। এবারও ডেল্টা প্লাসের প্রকোপ শুরু হয়েছে মহারাষ্ট্র থেকে। মুম্বইতে এখনই সাতজন ডেল্টা প্লাসে আক্রান্ত। তার মধ্যে একজন ৬৩ বছর বয়সি নারীর মৃত্যু হয়েছে। দুই ডোজ ভ্যাকসিন নেয়ার পরেও তিনি মারা গেছেন। ফলে ভ্যাকসিন ডেল্টা প্লাসকে কতটা আটকাতে পারে, সেই প্রশ্ন উঠছে।

এর আগে ১৩ জুন ডেল্টা প্লাসে প্রথম একজন মারা গেছিলেন। মহারাষ্ট্রেই। তারপর ডেল্টা প্লাসে মারা গেলেন এই নারী। এখন মুম্বই সহ মহারাষ্ট্রে ডেল্টা প্লাস ছড়ানোয় বিপদ দেখছেন প্রশাসনের কর্তা ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। আতঙ্কও ছড়াচ্ছে। মুম্বইয়ে সাতজন এবং মহারাষ্ট্রের অন্যত্র ছয় জন ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে এই তেরোজন সহ সারা দেশে মোট ৮৫ জন ডেল্টা প্লাসে আক্রান্ত। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনো পর্যন্ত ডেল্টা প্লাস দ্রুত ছড়াচ্ছে এমন নয়।

মুম্বই পুরসংস্থা ইতিমধ্যেই সক্রিয় হয়েছে। যিনি মারা গেছেন, তার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের খুঁজে বের করা হয়েছে। মৃতার ঘনিষ্ট সংস্পর্শে থাকা দুইজনেরও করোনা হয়েছে। তবে তিনি বাইরে কোথাও যাননি। তাকে রেমডিসিভার ছাড়াও স্টেরয়েড দেয়া হয়েছিল। অক্সিজেনও দেয়া হচ্ছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

মহারাষ্ট্রে যে ১৩ জন ডেল্টা প্লাসে আক্রান্ত, তাদের মধ্যে ছয়জন অপ্রাপ্তবয়স্ক।

দুই ডোজ ভ্যাকসিন নেয়ার পর মুম্বইয়ে ডেল্টা প্লাসে আক্রান্ত নারীর মৃত্যুর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তা হলে কি ভ্যাকসিন ডেল্টা প্লাসকে আটকাতে পারছে না? চিকিৎসকদের মতে, ওই নারীর কোনো কোমর্বিডিটি বা গুরুতর অন্য অসুখ ছিল কি না, সেটাও দেখা দরকার। তাছাড়া ডেল্টা প্লাসকে আটকানোর জন্য করোনার বুস্টার ডোজের কথা চলছে।

ডেলটা ভ্যারিয়েন্ট ও করোনা টিকা

দিন কয়েক আগেই সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, জার্মানি, ইসরায়েল ও ফ্রান্স বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা রূপায়ণ করার দিকে এগোচ্ছে। জাতিসংঘ বলেছিল, বিশ্বের সব দেশের অধিকাংশ মানুষ টিকা পাওয়ার পরই বুস্টার ডোজ দেয়া উচিত।

কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ বলেছেন, সেপ্টেম্বরেই সেখানে বুস্টার ডোজ দেয়া শুরু হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট বয়স্ক নাগরিকদের অনুরোধ করেছেন, তারা যেন অবিলম্বে বুস্টার ডোজ নিয়ে নেন।  জার্মানিও সেপ্টেম্বর থেকে খুব বেশি বয়সিদের বুস্টার ডোজ দেবে।

জিএইচ/এস জি(পিটিআই, রয়টার্স)