1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে আসছেন বরিস জনসন

১৬ মার্চ ২০২১

ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা করতে আসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এপ্রিলের শেষ সপ্তাহে আসার কথা।

https://p.dw.com/p/3qfrh
বরিস জনসন
ছবি: Matt Dunham/AP/picture alliance

এপ্রিলের শেষ সপ্তাহে ভারতে আসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার রাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অফিস বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে। গত জানুয়ারি মাসে ভারতে আসার কথা ছিল বরিস জনসনের। কিন্তু করোনার প্রকোপ বাড়ায় সে সময় সফর বাতিল করতে হয় তাকে।

গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। কিন্তু ওই সময়েই যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেনের প্রভাবে সংক্রমণ বাড়ে। ফলে শেষমুহূর্তে সফর বাতিল করেন প্রধানমন্ত্রী। এপ্রিলে সেই সফর হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

ব্রেক্সিটের পরে এই প্রথম কোনো দেশে সফর করবেন জনসন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে বিশেষজ্ঞদের বক্তব্য। ব্রেক্সিটের পর দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে নতুন করে অঙ্ক সাজাতে হচ্ছে জনসনকে। এখন আর ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য নীতির অংশ তিনি নন। বরিস জানিয়েছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাণিজ্যের নতুন সমীকরণ তৈরি করতে চাইছেন তিনি। এবং সেখানে ভারত গুরুত্বপূর্ণ সঙ্গী। আগামী এপ্রিলে সে বিষয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। সার্ক দেশগুলির সঙ্গেও জনসন সুসম্পর্ক গড়ে তুলতে চান বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে যুক্তরাজ্যের বাণিজ্যের ব্যাপ্তিও বাড়বে।

এসজি/জিএইচ (রয়টার্স, এনডিটিভি)