1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়েবসাইট ‘হ্যাকড', সচল

২৭ জানুয়ারি ২০১৪

তিন দেশের ক্রিকেট বোর্ডের প্রস্তাবের বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরা৷ তাঁরা বিভিন্ন ভাবে এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে৷ এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট ‘হ্যাক’ করা হয়েছে, যা পরে সচল হয়৷

https://p.dw.com/p/1Axi7
Symbolbild - Hacker
ছবি: picture-alliance/dpa

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ভারতের এনডিটিভির বরাত দিয়ে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর ওয়েবসাইট ‘হ্যাক' হওয়ার খবর দিয়েছে৷

প্রতিবেদনের সঙ্গে তিনটি স্ক্রিনশট ব্যবহার করেছে বিডিনিউজ৷ প্রথম স্ক্রিনশটটিতে বাংলাদেশ জাতীয় দলের ছবিসহ ‘ডোন্ট মেস আপ উইথ টাইগার্স' লেখা দেখা যাচ্ছে৷ এর পরেরটিতে কোনো লেখা দেখা যাচ্ছে না৷ আর তিন নম্বর স্ক্রিনশটটিতে লেখা রয়েছে ‘‘হ্যাকড বাই আশিক ইকবাল চৌধুরী৷''

এনডিটিভি তাদের প্রতিবেদনে বলে, আশিক ইকবাল চৌধুরী নামের এক হ্যাকার আইসিসির নিয়ন্ত্রণ নিতে ভারতীয় বোর্ডের পরিকল্পনার প্রতিবাদে বিসিসিআই-এর ওয়েবসাইট হ্যাক করে৷

এদিকে, বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশের হ্যাকার গ্রুপ ‘গ্রে হ্যাট হ্যাকারস' হ্যাকিং এর দায়িত্ব স্বীকার করেছে৷ প্রতিবেদনটির সঙ্গে ব্যবহৃত স্ক্রিনশটে এই হ্যাকিং গ্রুপের নাম দেখা যাচ্ছে৷

কয়েকটি ব্লগের বরাত দিয়ে বিডিনিউজ জানিয়েছে, রোববার রাতে বাংলাদেশি হ্যাকাররা বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়৷ এখন অবশ্য ওয়েবসাইটটি সচল রয়েছে

ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট হ্যাকড হওয়ার খবরটি বিডিনিউজ তাদের ফেসবুক পেজে শেয়ার করলে অনেকে তাদের মতামত জানান৷ আফরানুল হক লিখেছেন, ‘‘দারুণ৷'' মাহমুদুল হাসান বলেছেন, ‘‘শাবাশ!!!'' জুয়েল বিশ্বাসের মন্তব্য, ‘‘এটাই হলো বাঙালিদের পাওয়ার৷ যা বাঙালিরা আজ ভাবে, পুরো ভারত তা চিন্তাও করতে পারে না৷'' মোহাম্মদ ইরফান সিকদার লিখেছেন, ‘‘তাঁদের চেয়ে আমরা ডিজিটাল৷''

জাহাঙ্গীর আলম জুয়েল লিখেছেন, ‘‘কূটনৈতিক সম্পর্ক শুধু ব্যবসার উপর নয়, খেলাধুলার ওপরও নির্ভর করে৷ বিশ্ব কেন বুঝতে পারছে না, আমরা খুবই হতাশ৷''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য