1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোনাল্ডো হওয়ার স্বপ্ন

১৮ মে ২০১৪

ভারতকে ১৩-০ গোলে হারিয়েছে তারা৷ করাচির এক ঝাঁক কিশোর এখন স্বপ্ন দেখছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো হওয়ার৷ রোনাল্ডোর ক্লাব রেয়াল মাদ্রিদ ফাউন্ডেশনই যে সেই স্বপ্ন দেখতে শিখিয়েছে তাদের!

https://p.dw.com/p/1C1hq
Pakistan - Fußballtraining für Straßenkinder
ছবি: Getty Images

গত মার্চ মাস থেকে করাচিতে যাত্রা শুরু করেছে কিশোরদের এই ফুটবল অ্যাকাডেমি৷ যে শহরে টানা দু'সপ্তাহ শান্তিতে বসবাস দীর্ঘদিন ধরেই কল্পনা মাত্র, সেখানে বড় ফুটবলার হওয়ার জন্য অ্যাকাডেমিতে এসেছে ৫০ জন কিশোর৷ ৬ থেকে ১৭ বয়সি এই কিশোরদের স্বপ্নে এখন রেয়াল মাদ্রিদের বার্নাবু স্টেডিয়াম৷ স্বপ্নের নায়ক রোনাল্ডো৷ ১৪ বছর বয়সি আফজাল ভবিষ্যত লক্ষ্যের কথা জানিয়েছে এভাবে, ‘‘রোনাল্ডো খুব দ্রত ছুটে গিয়ে গোল করে৷ তাই আমি তাঁর ভক্ত৷ রোনাল্ডো তাঁর ক্লাব এবং দেশের হয়ে খুব ভালো খেলে৷ তাঁর জন্য আমি গর্বিত৷ আমি চাই একদিন আমাকে নিয়েও সবাই এমন গর্ব বোধ করুক৷''

Pakistan - Fußballtraining für Straßenkinder
গত মার্চ মাস থেকে করাচিতে যাত্রা শুরু করেছে কিশোরদের ফুটবল অ্যাকাডেমিছবি: Getty Images

রেয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের সহায়তায় করাচিতে এই অ্যাকাডেমি গড়েছে আমান স্পোর্টস৷ ক্রীড়া সামগ্রী বিক্রি থেকে এখন তারা ফুটবলার তৈরিতেও হাত দিয়েছে৷ অ্যাকাডেমিতে আসা বেশির ভাগ কিশোরই গরিব ঘরের৷ কারো বাবা জেলে, কারো বাবা দিনমজুর, কারো মা হয়ত কাজ করেন পরের বাড়িতে৷

মোহাম্মদ আশরাফের বাবা জেলে৷ এলাকার বেশির ভাগ কিশোরের মতো আশরাফও কিছুদিন আগে সময় পেলে বাবার কাজে সহায়তা করতো৷ এখন অনেকটা সময় কাটে ফুটবল অ্যাকাডেমিতে৷ সেখানে প্রথম দিনের কথা বলতে গিয়ে খুশিতে হেসে উঠল আশরাফের মন, বলল, ‘‘প্রথম দিন সবার আগে আম্মাকে, তারপর একে একে বাড়ির সবাইকে জানিয়েছিলাম, আমি ফুটবল খেলেছি৷ সবাই খুব খুশি হয়েছিল৷''

করাচির কিশোররা ইতিমধ্যেই ফুটবল মাঠে সাফল্য পেতে শুরু করেছে৷ গত মার্চে ব্রাজিলে বসেছিল পথশিশুদের বিশ্বকাপ৷ সেখানে করাচির দলই অংশ নিয়েছিল পাকিস্তানের হয়ে৷ এক ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ভারত৷ সব খেলায় পাকিস্তানের এই চিরপ্রতিদ্বন্দ্বীকে ১৩-০ গোলে হারিয়েছে করাচির কিশোর ফুটবলাররা৷ তারপরও চ্যাম্পিয়ন হতে পারেনি৷ তৃতীয় হয়ে ফিরেছে দেশে৷ বিশ্বকাপে তৃতীয় হওয়াই বা কম কিসে!

এসিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য