1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-বাংলাদেশ সম্পর্ক

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ জানুয়ারি ২০১৩

সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ে বৈঠক জরুরি বলে মনে করেন বাংলাদেশের মানবাধিকার কর্মীরা৷ নতুন বছরের প্রথম দুই দিনেই বিএসএফ-এর হাতে চারজন বাংলাদেশি নাগরিকের হত্যার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন৷

https://p.dw.com/p/17CS5
ছবি: AP

নতুন বছরের প্রথম দিনে ঠাকুরগাঁও সীমান্তে দু'জন নিহত হওয়ার পর, দ্বিতীয় দিন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আরো দুই জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর হাতে৷ তাঁরা হলেন মো. মাসুদ এবং শহীদুল ইসলাম৷ তাঁরাও গরু ব্যবসায়ী বলে জানা গেছে৷ আর নতুন বছরের শুরুতেই এই সীমান্ত হত্যাকাণ্ডে উদ্বিগ্ন বাংলাদেশের মানবাধিকার কর্মীরা৷ মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের পরিচালক নূর খান ডয়চে ভেলেকে জানান, সীমান্ত হত্যা বন্ধে অবিলম্বে দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের উদ্যোগী হওয়া উচিত৷

Indien Schmuggel RInder
সীমান্তে যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের অনেকেই গরুর ব্যবসায়ী...ছবি: Shaikh Azizur Rahman.

তিনি বলেন, বাংলাদেশ ভারতকে প্রতিশ্রুতি অনুযায়ী অনেক কিছু দিয়েছে৷ কিন্তু ভারত সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি রক্ষা করছে না, যা দুঃখজনক৷ তাঁর মতে, সীমান্ত হত্যা বন্ধে সীমান্ত বাণিজ্য উন্মুক্ত করাসহ বেশ কিছু সিদ্ধান্ত নেয়া এখন জরুরি৷

নতুন বছরের শুরুতেই সীমান্তে বিএসএফ-এর এই আচরণে সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি৷ আতঙ্কে আছেন সাধারণ মানুষও৷

নূর খান বলেন, সীমান্ত হত্যা বন্ধ না হলে বাংলাদেশের সাধারণ মানুষ কোনোভাবেই স্বস্তি পাবে না৷ তাই বৃহৎ প্রতিবেশী হিসেবে ভারতের উচিত বাংলাদেশের মানুষকে আস্থায় নেয়া৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য