1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত থেকে তরল অক্সিজেন আবার এসেছে বাংলাদেশে

২৮ জুলাই ২০২১

ভারতীয় রেলওয়ের 'অক্সিজেন এক্সপ্রেস' তিনদিনের ব্যবধানে আরো ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে৷

https://p.dw.com/p/3yBKt
ভারতীয় রেলওয়ের 'অক্সিজেন এক্সপ্রেস' তরল মেডিকেল অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জে পৌঁছেছেছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, গতবারের মতো এবারও দশটি কন্টেইনারে ২০০ মেট্রিকটন তরল অক্সিজেন (এলএমও) আনা হয়েছে৷ বুধবার সকালে ট্রেনটি পৌঁছায়৷ স্টেশনে খালাস করে এই অক্সিজেন ঢাকায় নেওয়া হবে৷ 

এর আগে ভারত থেকে আমদানি করা ২০০ মেট্রিকটন তরল অক্সিজেন নিয়ে শনিবার রাতে (২৪ জুলাই) বেনাপোল বন্দরে পৌঁছায় ‘অক্সিজেন এক্সপ্রেস'৷ সেখানে আমদানি সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করে রোববার বেলা ১১টার দিকে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়৷ বাংলাদেশে সরকারি সহায়তায় করোনাভাইরাস মোকাবিলায় ঠিকাদারি প্রতিষ্ঠান লিনডে এই অক্সিজেন আমদানি করছে৷ 

Bangladesch Indian Oxygen Express
ছবি: bdnews24.com

   

ভারত অক্সিজেন পরিবহনে ২০২১ সালের ২৪ এপ্রিল এই বিশেষ ট্রেন পরিসেবা চালু করে৷ ভারতে মহামারির দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন সংকট দেখা দিলে সেখান থেকে অক্সিজেন রপ্তানি বন্ধ ছিল৷  করোনা পরিস্থিতির উন্নতি হলে ৫ জুলাই আবার অক্সিজেন পাঠানো শুরু করে৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)