1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেনেজুয়েলায় ভাইস প্রেসিডেন্ট আটক

৯ মে ২০১৯

জাতীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট এডগার সামব্রানোকে বন্দি করেছে ভেনেজুয়েলা৷ তাঁর বিরুদ্ধে সরকার উৎখাত প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে৷

https://p.dw.com/p/3IDgl
ছবি: picture-alliance/dpa/AP Photo/File/F. Liano

সরকার উৎখাতে ব্যর্থ অভ্যুত্থানের জের ধরে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার শুরু করেছে ভেনেজুয়েলা৷ বুধবার দেশটির বিরোধী দলীয় নেতা, স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর দলের অন্যতম নেতা ও সংসদের ভাইস প্রেসিডেন্ট এডগার সামব্রানোকে গ্রেপ্তার করেছে ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থা৷ নিকোলাস মাদুরোর সরকার উৎখাতে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টায়মদত দেয়ার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে৷

এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন গুয়াইদো৷ এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‘‘আমরা ভেনেজুয়েলার জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাচ্ছি যে, সরকার ভাইস প্রেসিডেন্টকে অপহরণ করেছে৷ তারা ভেনেজুয়েলার জনগণকে প্রতিনিধিত্ব করা শক্তিকে ধ্বংস করতে চাচ্ছে, কিন্ত তা অর্জন তাদের পক্ষে সম্ভব হবে না৷’’

এদিকে সংসদ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে সরকার উৎখাতের প্রচেষ্টায় যারা জড়িত ছিল, তাদের প্রতি ক্ষমা প্রদর্শন করা হবে না৷ অভ্যুত্থান প্রচেষ্টায় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে দুইদিনব্যাপী সংঘর্ষে ৬ জন মারা গেছে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল৷ এ সময় বহু মানুষ আহত ও ২৩৩ জন গ্রেপ্তার হয়েছেন৷

এদিকে আটকের পর সামব্রানোকে কোথায় রাখা হয়েছে সেটি এখনো জানা যায়নি৷ তাঁর দলের প্রধান নেতা কার্লোস প্রসপারি জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় দলের প্রধান কার্যালয় থেকে বের হওয়ার পরই তাঁর গাড়িটিকে ঘিরে ফেলে গোয়েন্দা কর্মকর্তারা৷ এসময় সামব্রানো গাড়ি থেকে বের হতে অস্বীকৃতি জানালে তাঁকে ভেতরে রেখেই গাড়িটিকে টেনে কারাকাসের একটি সরকারি ভবনের দিকে নিয়ে যাওয়া হয়৷

এদিক গুয়াইদোর অভ্যুত্থানে সহযোগিতা দেয়ায় বুধবার আরো তিন আইন প্রণেতাকে অভিযুক্ত করেছে দেশটির সুপ্রিম কোর্ট৷ এ নিয়ে মোট দশজন বিরোধী দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে সরকার উৎখাতের অভিযোগ আনা হলো৷ 

সামব্রানোকে আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দেশ৷ তাঁর নাম উল্লেখ না করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো সরকারের সমালোচনা করে জানিয়েছেন, যতদিন প্রয়োজন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জনগণের পাশে থাকবে৷ নিন্দা জানিয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, চিলি ও পেরুর সরকারও৷

উল্লেখ্য, গত ২ এপ্রিল গুয়াইদো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টায় আন্দোলন শুরু করেন৷ সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি মাদুরোর প্রতি আনুগত্য ত্যাগ করার ডাক দিলেও হাতে গোনা কয়েকজন সৈন্য ছাড়া কেউ সেই আহ্বানে সাড়া দেননি৷

এফএস/এসিবি (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)