1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাইরাস কাবু করতে নতুন উদ্যোগ

মার্টিন রিবে/এসবি১২ জুলাই ২০১৪

চিকিৎসাশাস্ত্রে ব্যাপক উন্নতি ঘটে চললেও ভাইরাসের বিরুদ্ধে সংগ্রামে মানুষ যেন তেমন সাফল্য পাচ্ছে না৷ এই ধারণাকে ভুল প্রমাণিত করতে পারে নতুন এক ওষুধ, যা ভাইরাসের বংশবৃদ্ধি বন্ধ করে তাকে অকেজো করে তোলে৷

https://p.dw.com/p/1CabA
ছবি: Reuters

ভাইরাসের বংশবৃদ্ধি বন্ধ করতে নতুন ওষুধ

শতাব্দীর শুরুতে বিশেষজ্ঞরা লাখ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করেছিলেন৷ এশিয়ায় দাপিয়ে বেড়াচ্ছিল ফুসফুসের রোগ সার্স৷ এক অজানা করোনা-ভাইরাস ছিল তার উৎস৷ ২০০৩ সাল পর্যন্ত এই রোগে প্রায় ৮০০ মানুষের মৃত্যু হয়, ৮,০০০-এরও বেশি মানুষ আক্রান্ত হন৷ সার্স নিরাময়ের উপায় আজও জানা যায়নি৷

জার্মানির বন ও মিউনিখ শহরের ভাইরোলজিস্টদের এক দল এবার এমন এক ওষুধ আবিষ্কার করেছে, যা শুধু সার্স-এর বংশবৃদ্ধি বন্ধ করে না৷ সাইক্লোস্পোরিন নামের এই ওষুধ নানা রকমের করোনা ভাইরাসের বংশবৃদ্ধি বন্ধ করে৷ ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে এমনটা আগে সম্ভব হয়নি৷ বন বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের ড. মার্সেল ম্যুলার বলেন, ‘‘সাইক্লোস্পোরিন বিভিন্ন ধরনের করোনা ভাইরাসকে কাবু করতে পারে৷ একদিকে রয়েছে সার্স ও ম্যার্স-এর মতো বিপজ্জনক ভাইরাস, যা মানুষের জন্য ক্ষতিকারক৷ আছে নানা রকমের সর্দির ভাইরাস, শীতকালে যা ছড়িয়ে পড়ে৷ তাছাড়া বিড়াল ও শুয়োরের মতো জন্তু-জানোয়ারদের জন্য বিপজ্জনক ভাইরাসও রয়েছে৷ সাইক্লোস্পোরিন সেগুলিকেও পরোক্ষভাবে কাবু করতে পারে৷''

ভাইরাসের উপর সাইক্লোস্পোরিন-এর যে প্রভাব সম্প্রতি আবিষ্কৃত হয়েছে, গবেষণাগারে তা হাতেনাতে দেখানো সম্ভব৷ ড. ম্যুলার বলেন, ‘‘সংক্রমিত যে কোষগুলি রয়েছে, তাতে ভাইরাসের উপর সবুজ রং লাগানো হয়েছে৷ সাইক্লোস্পোরিন যোগ করলে কোষগুলির রং ফিকে হয়ে আসে৷ অর্থাৎ কোষে আর সংক্রমণ ঘটে না৷''

এটা কী ভাবে ঘটে, তা এখনো স্পষ্ট নয়৷ তবে একটি বিষয় জানা গেছে৷ ভাইরাস বংশবৃদ্ধি করতে তার বাহকের শরীরের নির্দিষ্ট কিছু প্রোটিন ব্যবহার করে৷ এখানে তার রং নীল৷ তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন হলো সাইক্লোফেলিন৷ মিউনিখ বিশ্ববিদ্যালয়ের ড. আলব্রেশ্ট ফন ব্রুন বলেন, ‘‘সাইক্লোফেলিন-এর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো অন্য প্রোটিনকে ঠিকমতো ভাঁজ হতে সাহায্য করা৷ মজার কথা হলো, ভাইরাল প্রোটিন ঠিকমতো ফোল্ড না হলে ভাইরাস বাড়তে পারে না৷''

সাইক্লোস্পোরিন-এর মতো ওষুধ যদি সাইক্লোফেলিন আটকে দেয়, তখন তা ভাইরাসের বংশবৃদ্ধির সহায়ক হতে পারে না৷ আক্রান্ত কোষে ভাইরাস ছড়িয়ে পড়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়৷ মানুষ বা পশু সুস্থ থাকে৷ তবে ওষুধ যখন, পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকবেই৷ ড. ম্যুলার বলেন, ‘‘সাইক্লোস্পোরিন-এর ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হলো ইমিউন সিস্টেম-এর উপর চাপ৷ ফলে শরীর দুর্বল হয়ে পড়ে৷ ভাইরাস সংক্রমণের সময় এটা ঘটলে তার প্রভাব থেকে যায়৷''

এর পরের ধাপ হলো সাইক্লোস্পোরিন-এর অণু এমনভাবে পরিবর্তন করা, যাতে তা ভাইরাসের মোকাবিলা করতে গিয়ে ইমিউন সিস্টেমের উপর চাপ সৃষ্টি না করে৷ এক্ষেত্রে প্রাথমিক পরীক্ষা সফল হয়েছে৷ ড. ব্রুন বলেন, ‘‘সাইক্লোস্পোরিন ডেরিভেটিভ সত্যি মানুষের উপর প্রয়োগ করা হয়েছে৷ প্রথমে অবশ্যই পরীক্ষামূলকভাবে, হেপাটাইটিস সি-র ক্ষেত্রে৷ দেখা গেছে, ডেরিভেটিভ প্রয়োগ করে তার বংশবৃদ্ধি হয় আংশিক বা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়েছে৷''

নতুন এই চিকিৎসা সব রোগীর নাগালে আনতে আরও কয়েক বছর সময় লাগবে৷ নতুন ও বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে সংগ্রামে নতুন এই প্রক্রিয়া বিপ্লব আনতে পারে৷

বিশেষ ঘোষণা: এই সপ্তাহের অন্বেষণ কুইজে অংশ নিতে ক্লিক করুন এখানে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য