1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের ফাইনালে ভাইরাল ভিডিওর শিশুটি

৪ জুলাই ২০১৮

ছয় বছরের আলেক্স৷ বাবা স্কটিশ, মায়ের দেশ পোল্যান্ড৷ বাবা-মার সঙ্গে সে গতমাসে পোল্যান্ড-কলম্বিয়া ম্যাচ দেখতে রাশিয়া গিয়েছিল৷ ঐ ম্যাচে ৩-০ গোলে হেরে যায় পোল্যান্ড৷

https://p.dw.com/p/30mNB
Russland Fußball WM 2018 Maskottchen
ছবি: picture-alliance/L. Perenyi

মা পোল্যান্ডের হওয়ায় আলেক্স পোল্যান্ডকে সমর্থন করছিল৷ ফলে হেরে যাওয়ার পর সে কাঁদতে থাকলে বাবা তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করে৷ ঐ সময় পাশে থাকা কলম্বিয়ার সমর্থকরা ঐ শিশুর কাছে গিয়ে ‘পোলস্কা, পোলস্কা' বলে চিৎকার করতে থাকেন৷ পুরো বিষয়টির ভিডিও করেন আলেক্সের মা৷ পরে সেটি টুইটারে শেয়ার করলে ভাইরাল হয়ে যায়৷ আলেক্সের বাবা ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘‘দারুণ....আমি যাদের সঙ্গে বসেছি তাদের মধ্যে (এরা) সেরা সমর্থকদের মধ্যে পড়বে৷''

এর কয়েকদিন পর আলেক্সের বাবা ভিডিওটি ফিফার একটি ক্যাম্পেনে পাঠান৷  #রাইভেলহাগ অর্থাৎ ‘প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কোলাকুলি' শীর্ষক ঐ ক্যাম্পেনের উদ্দেশ্য, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উৎসাহিত করা৷

আলেক্সের ভিডিওটি দেখার পর ফিফা তাদের বিশ্বকাপ ফাইনালের টিকিট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ শুধু তাই নয়, রাশিয়ায় যাওয়া-আসা, থাকা-খাওয়ার দায়িত্বও ফিফার৷ অর্থাৎ ভাইরাল ভিডিওর আলেক্স এখন মস্কো যাচ্ছে বিশ্বকাপের ফাইনাল দেখতে!

ওয়াও!!

জেডএইচ/ডিজি