1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড় মাছ শিকারে ঈগল!

১৬ আগস্ট ২০১৯

উত্তর আমেরিকা ও কানাডার সীমান্তঘেষা সেন্ট ক্রিক্স নদীতে একটি ঈগলের মাছ শিকারের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে৷

https://p.dw.com/p/3O21Y
Riesenseeadler Haliaeetus pelagicus Ochotskischen Meer Japan
ছবি: Imago/blickwinkel/J. Bitzer

ড্যান গফ নামের এক ব্যক্তি তার টুইটার অ্যাকাউন্টে মাছ শিকারের দুটি ভিডিও পোস্ট করেছেন৷

প্রথম ভিডিওতে দেখা যায়, পানিতে ভাসছে একটি ঈগল৷ দেখে মনে হচ্ছিল কোনোভাবে আহত হয়ে পানিতে পড়ে গেছে৷ এরপর ডানা ঝাপটে তীরের দিকে আগাতে শুরু করে ঈগলটি, আর তখনই বোঝা যায় এই শিকারী পাখিটি নিজের পা দিয়ে আটকে রেখেছে বড় আকারের একটি মুস্কি মাছ৷

ভিডিও ধারণকারী ড্যান গফকে বলতে শোনা যায়, ''এটা জীবন্ত এবং বড় মুস্কি মাছ৷'' ঈগল পা থেকে মাছটি ছেড়ে দিলে লাভ দিয়ে তা আবার পানিতে চলে আসে৷ তবে ঈগলটি আবারো মাছটিকে ধরে ফেলে৷

মাছ শিকারের ঘণ্টাখানেক পরের আরেকটি ভিডিও পোস্ট করেছেন ড্যান গফ৷ তাতে দেখা যায়, মাছটির প্রায় অর্ধেক খাওয়া শেষ করেছে পাখিটি৷

ব্রিংমেথনিউজ ডটকমকে ড্যান গফ জানিয়েছেন, প্রথমে তিনি মনে করেছিলেন ঈগলটি কোনোভাবে আঘাত পেয়ে পানিতে ভেসে আছে৷

এসআই/কেএম (ব্রিংমেথনিউজ ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য