1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লাটারের বিরুদ্ধে তদন্তের ফলে সংকটে ফিফা

২৮ মে ২০১১

একের পর এক দুর্নীতি কেলেঙ্কারি যে শেষ পর্যন্ত এমন চরম রূপ নেবে, এমনটা বোধহয় কেউ ভাবতে পারে নি৷ ফিফার শীর্ষ পদের জন্য ১লা জুনের নির্বাচনে দুই প্রার্থীর বিরুদ্ধেই চলছে তদন্ত৷

https://p.dw.com/p/11PdP
FIFA President Sepp Blatter speaks to the media on Saturday, March 17, 2007 during a visit to the Ukrainian capital, Kiev. Blatter was in Ukraine to talk with Ukrainian officials about promoting soccer and to hear more about Ukraine's joint bid with Poland to host the Euro-2012 championships. (AP Photo/Sergei Chuzavkov)
সেপ ব্লাটারছবি: AP

রবিবার এথিক্স কমিটির সামনে হাজির হতে হবে বর্তমান প্রধান সেপ ব্লাটার ও তাঁর প্রতিদ্বন্দ্বী মহম্মদ বিন হাম্মামকে৷ বিন হাম্মামের বিরুদ্ধে ভোট কেনার ও ব্লাটারের বিরুদ্ধে এমন অনৈতিক কাণ্ড বরদাস্ত করার অভিযোগ আনা হয়েছে৷ প্রথমে শুধু বিন হাম্মামকে কাঠগড়ায় তোলা হলেও তাঁরই দাবি মেনে এবার ব্লাটার'এর বিরুদ্ধেও তদন্ত হচ্ছে৷ ১লা জুনের ভোটে সমর্থন নিশ্চিত করতে বিন হাম্মাম ক্যারিবীয় দেশগুলির জাতীয় ফুটবল সংগঠনগুলিকে নগদ ৪০,০০০ ডলার করে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে৷ এই ঘটনায় জড়িত থাকার দায়ে ফিফার ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার ও দুই ক্যারিবীয় কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে৷ ওয়ার্নার নাকি আগেই ব্লাটারকে এই লেনদেনের কথা জানিয়েছিলেন এবং ব্লাটার কিছুই করেন নি বলে অভিযোগ উঠেছে৷

তদন্তের স্বার্থে ব্লাটার আপাতত প্রকাশ্যে এবিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন৷ শুধু বলেছেন, সত্যের উদ্ঘাটন হলে আসল ঘটনা জানা যাবে৷ বিন হাম্মামের দপ্তর থেকে বলা হয়েছে, ক্যারিবীয় সম্মেলনে তিনি ডেলিগেটদের যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ দিয়েছিলেন বটে, কিন্তু তা কখনোই গোপন করার চেষ্টা করেন নি৷ তবে ঘুস দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না৷ তিনি গোটা সম্মেলন পরিচালনার খরচও বহন করেছিলেন৷ ফিফার শীর্ষ পদের জন্য লড়ছেন বলে তাঁর ভাবমূর্তির ক্ষতি করার চক্রান্ত চলছে৷

রবিবার এথিক্স কমিটি যাই ফয়সালা করুক না কেন, সামগ্রিকভাবে ফিফা তথা ফুটবল জগতের ভাবমূর্তির যে বিশাল ক্ষতি হয়েছে, তা অনেকেই স্বীকার করে নিচ্ছেন৷ ইউরোপীয় ফুটবল ফেডারেশনের প্রধান মিশেল প্লাতিনি বলেন, চিত্তশুদ্ধির সময় এসেছে৷ এত সুন্দর ও জনপ্রিয় একটি খেলার স্বার্থে এটা প্রয়োজন, বলেন তিনি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান