1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগার নিলয় হত্যা: পাঁচ বছর পর অভিযোগপত্র

৫ অক্টোবর ২০২০

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডের পাঁচ বছর পর তদন্ত শেষ হয়েছে৷ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নেতা, সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ৷

https://p.dw.com/p/3jSMA
ছবি: Getty Images/AFP/Uz Zaman

রোববার মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস৷ আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ইউসুফ হোসেন বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেন৷

তদন্ত কর্মকর্তারা পলাতক মেজর জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন৷ মামলার তারিখ ধার্য করা হয়েছে মঙ্গলবার৷

জিয়াকে প্রধান আসামি করা হয়েছে৷ নিলয় হত্যাকাণ্ডের অন্য আসামিরা হলেন মাসুম রানা, সাদ আল নাহিন, মো. কাওসার হোসেন খাঁন, মো. কামাল হোসেন সরদার, মাওলানা মুফতি আব্দুল গফ্ফার, মো. মর্তুজা ফয়সল সাব্বির, মো. তারেকুল আলম ওরফে তারেক, খায়রুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের৷

২০১৫ সালের ৭ আগস্ট ব্লগার নিলয়কে তার ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা৷ ময়না তদন্তকারী চিকিৎসকরা তার দেহে ধারালো অস্ত্রের ১২টি আঘাতের চিহ্ন পেয়েছেন৷ নিলয়ের স্ত্রী আশামণি হত্যাকাণ্ডের পর অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেছিলেন৷

নিলয় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন৷ সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে তিনি ব্লগে লেখালেখিতে সক্রিয় ছিলেন৷

এফএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)