1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগার আসিফ গ্রেফতারে প্রতিক্রিয়া

জাহিদুল হক৩ এপ্রিল ২০১৩

তিন ব্লগারের পর এবার গ্রেফতার করা হয়েছে আলোচিত আরেক ব্লগার আসিফ মহিউদ্দীনকে৷ গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে জানান, তাঁকে তথ্য-প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়েছে৷

https://p.dw.com/p/188le
ছবি: Babu Ahmed

আসিফ গ্রেপ্তারের খবরে প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্লগাররা৷ সামহয়্যার ইন ব্লগে এস এম নাদিম মাহমুদ লিখেছেন, ‘‘কোনো কথা বলতে ইচ্ছে করছে না৷ এমন সময় পার করছে ইন্টারনেট অ্যাক্টিভিস্টরা, যা বলবার নয়৷ অনেক চেষ্টা করেও নিজেকে বুঝাতে পারছি না, এটা সাময়িক৷''

তিনি লিখেছেন, ‘‘...আমি অবাক হয়ে যাচ্ছি এই কথা ভেবে আমরা কি সত্যি স্বাধীন? একাত্তরে ৩০ লক্ষ শহিদের রক্তে কি সত্যি এই দেশের মাটি সিক্ত হয়েছিল? যদি তাই হয়ে থাকে তবে কেন এত বিপত্তি৷''

একই ব্লগে ‘অজানা পথের দিশারি' লিখেছেন, ‘‘...আমরা স্বাধীন দেশে বাস করি, আমাদের কথা বলার অধিকার আছে, আমাদের মত জানানোর অধিকার আছে৷ এই কাজ করছি বলেই আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে!''

তিনি ব্লগারদের বিরুদ্ধে এই স্বেচ্ছাচারী আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘ব্লগিং আমাদের অধিকার৷''

এর আগে আটক হওয়া তিন ব্লগারকে গণমাধ্যমের সামনে যেভাবে হাজির করা হয়েছে তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্লগার ও ফেসবুক ব্যবহারকারীরা৷ বিষয়টা ঠিক হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে৷

শরিফুল হাসান ফেসবুকে গত ডিসেম্বরে ‘প্রথম আলো'-তে প্রকাশিত একটি প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া এক বিচারককে গণমাধ্যমের সামনে হাজির করার পর হাইকোর্ট নিদের্শনা দিয়ে বলেছিল, গ্রেপ্তার বা সন্দেহভাজন হিসেবে আটক হওয়া কোনো ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির করা যাবে না৷ ‘‘তিন ব্লগারকে সন্ত্রাসী কায়দায় হাজির করার সময় কই ছিল এই নিদের্শনা?'' এই প্রশ্ন করেন তিনি৷

আরেক ফেসবুক ব্যবহারকারী গীতিআরা নাসরীন অন্য একজন ব্যবহারকারীর মন্তব্য শেয়ার করেছেন৷ তাতে লেখা, ‘‘মহামান্য আদালতের নির্দেশ অবমাননা৷ একইসাথে ব্লগে লেখেন এমন তিনজন মানুষের ছবি ‘অপরাধী'-র ভঙ্গিতে ধারণ করে প্রকাশ ও প্রচার হতে দেওয়ার তীব্র নিন্দা জানাই৷''

ডয়চে ভেলের ব্লগ প্রতিযোগিতা ববস্-এর বিজয়ী ব্লগার আলী মাহমেদ তাঁর ফেসবুকে লিখেছেন, ‘‘তিনজন ব্লগারকে যেভাবে দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছে, মনে হচ্ছে এরা একেকজন খুনি, ধর্ষক৷''

তিনি বলেন, নবিকে নিয়ে লেখার কারণে চোরছ্যাঁচড়দের মতো ব্লগারদের ছবি তোলা হয়েছে৷ কিন্তু সেই কথাগুলোই দাঁড়ি-কমাসহ ছাপিয়ে দিলেও একজন মাহমুদুর রহমানের কিছুই হচ্ছে না৷ ‘‘এ কোথাকার ন্যায়? এ কোন দেশ!''

আরেক ব্লগার আরিফ জেবতিক ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, যেভাবে ব্লগারদের দাগি আসামির মতো করে হাজির করা হয়েছে সেটা হতাশাজনক এবং আপত্তিকর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য